শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ তারাসই রোডে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলার উমরপুর গ্রামের মৃত মলাক মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৮) ও জাতুকর্ণ পাড়ার শামছু মিয়ার পুত্র নানু মিয়া (৪৬)। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তারাসই গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ১০/১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বানিয়াচং থানা পুলিশ হানা দিয়ে ২জনকে আটক করতে সমর্থ হন। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আরো একাধিক ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com