শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে অসহায় কর্মহীনদের সহায়তায় এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পরিবার ও দলীয় অনেক শুভাকাঙ্খীর পরামর্শ উপেক্ষা করে মহামারী করোনা সংকটে জীবনবাজী রেখে নির্বাচনী এলাকায় দিবারাত্রি তৎপর সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী। অদৃশ্য শক্তি করোনা আতংকে লোকজনকে সচেতনতায় তৎপর তিনি। পাশাপাশি নিজস্ব তহবিল, সরকারী সহায়তার পাশাপাশি বিত্তবান লোকজনের সহায়তা ঘরে ঘরে পৌঁঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী করোনার থাবায় অতিষ্ঠজন পদের লোকজন। অজানা আতংকে কর্মহীন মানুষ বেকার ও ক্ষতিগ্রস্ত। নেই কোনো কাজ, ঘরে নেই খাবার। অসহায় মানুষগুলো নিয়ে চিন্তিত জনতার নেতা শাহনওয়াজ মিলাদ এমপি। অসহায় দরিদ্র কর্মহীন মানুষ অনাহারে দিনাতিপাত করছে। নির্বাচনী এলাকা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) হাজার হাজার মানুষ অজানা আতংকের য়েছে। অসহায় লোকজনের পাশে থেকে তৎপর তিনি। বিভিন্ন উপায়ে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী প্রতিনিয়ত মানুষের দরজায় পৌঁছে দিচ্ছেন। তাকে থামাতে পারেনি রোদ কিংবা বৃষ্টি। অনেক সময় রাত গভীর হয়ে গেলেও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেন তিনি। শতবাঁধা পেরিয়ে মানুষের দরজায় খাদ্য পোছে দেয়া হয়। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, চক্ষু লজ্জায় যেসব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ত্রাণ সহায়তা না নিয়ে দুর্যোগে রয়েছে তাদের নিকট গোপনে পৌঁছে যাচ্ছে এমপির সহায়তা। আর একারণেই মাঠ ছাড়তে নারাজ তিনি। রাতের আঁধারে খাদ্য সামগ্রী অসহায় লোকজনের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য নিজস্ব জনবল থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করেন তিনি। মহাদুর্যোগে দিনরাত মানুষের পাশে থেকে নির্বাচনী এলাকায় সাড়া জাগিয়েছেন জনতার প্রিয় ভাজন মিলাদ ভাই। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিনই ছুটে চলেছেন নির্বাচনী জনপদের বিভিন্ন গ্রামাঞ্চলে। বর্তমান পরিস্থিতিতে সমস্যায় নিমজ্জিত পরিবারকে সহায়তা গোপন নেটওয়ার্ক তৈরি করেছেন। দুর্গতদের তথ্য যাচাই বাচাই করে সর্বোচ্চ গোপনীয়তায় সহায়তা পৌঁছে দিচ্ছেন। মানবতার সহায়তায় স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে সহায়তা পৌঁছে দেন। উপকারভোগী লোকজন বলেন, জন প্রতিনিধি হিসেবে দুর্যোগকালে তাদের খোঁজ নিয়ে খাদ্য সহায়তা দেয়ায় তারা খুবই খুশি। সার্বিক বিষয়ে সংসদ সদস্য শাহনওয়াজ গাজী মিলাদ বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। কেউ অনাহারে থাকবেনা। মধ্যবিত্ত শ্রেণির পরিবারের যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে লজ্জাবোধ করেন। খোঁজ খবর নিয়ে তাদেরকে সহায়তা পৌঁছে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com