শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

১২ই মে “সুরাইয়া” তারা উদিত হবে এবং করোনা শেষ হয়ে যাবে !

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৬৮৮ বা পড়া হয়েছে

ফেইসবুক ম্যাসেঞ্জারে লেখাটি পাটিয়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির সৈকত। তিনি সকলকে বিভ্রান্ত না হবার পরামর্শ দিয়েছেন। লেখাটি নিম্নে হুবহু প্রদান করা হলো।
আগামী ১২ই মে “সুরাইয়া তারা” বলে একটি তারা উদিত হবে এবং করোনা শেষ হয়ে যাবে এমন একটি ভিডিও দেখলাম। আতংকিত মানুষ ব্যাপক ভাবে এই ভিডিও শেয়ার করছেন এবং বিশ্বাসও করছেন। এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য দুইটি মহাস্ত্রও ব্যাবহার করা হয়েছে – মুসনাদে আহমাদে সংকলিত একটি হাদিস এবং ইমাম আবু হানিফা (রাহ.) এর নাম। ব্যাস কেল্লা ফতে।
মানুষকে বিভ্রান্ত করার মোক্ষম অস্ত্র হচ্ছে কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে বিভ্রান্তি ছড়ানো।
হাদিসটি মুসনাদ আহমাদে সংকলিত হয়েছে এতে কোন সন্দেহ নেই। এর অথেন্টিসিটি নিয়ে দীর্ঘ আলাপ আছে। আমি সেটাতে যাচ্ছিনা। দীর্ঘ আলাপ শেষে এটা বলা যায় যে হাদিসটি গ্রহনযোগ্য।
সমস্যা হচ্ছে এর অর্থ এবং তাৎপর্য নিয়ে। সহিহ বুখারির সবচাইতে বহুল আলোচিত ব্যাখ্যা হচ্ছে ফাতহ আল-বারী। এর লেখক, প্রসিদ্ধ ইমাম, ইবন হাজার আল-আসক্বালানী (রাহ.) তাঁর ব্যাখ্যায় বলেছেন, ‘এই তারাটি সুরাইয়া। গ্রীষ্মের শুরুতে যখন ভয়ংকর উত্তাপ থাকে তখন হিজাজে ভোর বেলা এই তারা দেখা যায়।’
মজার ব্যাপার হচ্ছে এই তারা দেখা যাওয়া বা উদিত হওয়ার সাথে মহামারি বা প্লেগ বা অন্য কোন ছোঁয়াচে রোগের কোন সম্পর্কই নেই। এখানে যেই রোগের কথা বলা হয়েছে সেটা মানুষের না, ফসলের। এই ব্যাপারে বিভিন্ন জায়গায় একাধিক আরও হাদিস আছে। ইমাম আহমাদ ইবন হাম্বল তাঁর মুসনাদেই একটি হাদিস সংকল করেছেন। উথমান বিন আব্দুল্লাহ বিন সুরাক্বাহ একবার আব্দাল্লাহ ইবন উমর কে ফসল কেনা বেচার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। “ইবন উমর বলেন যে, রাসুলাল্লাহ (সাঃ) রোগ সেরে না যাওয়া পর্যন্ত ফসল কেনা বেচা করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুর রহমানের পিতা (ইবন উমর), কি হলে ফসলের রোগ সেরে যাবে? ইবন উমর উত্তর দিলেন, সুইরাইয়া নামের তারা দেখা গেলে।” [মুসনাদ ইমাম আহমাদ, ৫০১২]
ইমাম ইবন মালিক (রাহ.) তাঁর মুয়াত্তাতেও একই রকম বর্ননা করেছেন।
“মুহাম্মাদ বিন হাসান বলেন, মালিক আমাদের বলেছেন যে, আবু আল যিয়াদ, খারিজা বিন যায়িদ বিন থাবিত থেকে বর্নিত হয়ে বলেছেন, তিনি সুরাইয়া তারা না উঠা পর্যন্ত ফসল বেচাকেনা করবেন না। এখানে ফসল বলতে খেজুর বুঝিয়েছেন।” [ আল-মুয়াত্তা, ৭৫০]
আবু আল-ওয়ালিদ সুলাইমান বিন খালাফ আল-বাজি আল-আন্দালুসি বলেন যে, “খেজুর পরিপক্ক এবং রোগমুক্ত হয়েছে এর অন্যতম লক্ষন হচ্ছে সুরাইয়া তারা দেখা যাওয়া। শুধুমাত্র এই সময়ই খেজুর কেনা বেচা করা বৈধ কারন এই সময় খেজুর রোগ মুক্ত থাকে।” [ আল-মুন্তাক্বা শারহ আল-মুয়াত্তা, ৩/৩৭৪]
এটা পরিষ্কার যে, সুরাইয়া তারা দেখা যাওয়া হিজাজে গ্রীষ্মের শুরুর লক্ষন এবং এর মানে হচ্ছে এই সময় থেকে ফসলের রোগের আর সম্ভাবনা থাকেনা। এ থেকে এটাও বুঝা যায় যে এই তারা, প্রতি গ্রীষ্মেই দেখা যায়।
ইন ফ্যাক্ট ইমাম আত-তাহাউই এটার ব্যাখ্যা খুব পরিষ্কার ভাবে বলেছেন, এই তারার সাথে প্লেগ বা অন্য কোন মহামারির কোন সম্পর্কই নেই। যেমনটি আব্দাল্লাহ ইবন উমরের বক্তব্য ইমাম আহমাদ তাঁর মুসনাদে সংকলন করেছেন, “এ থেকে পরিষ্কার ভাবে বুঝা যায় যে, এর পরে রোগ দূর হবে বলতে রোগাক্রান্ত ফসল এবং খেজুরের রোগ দূর হবে এমনটাই বলা হয়েছে।” [ শারহ মুসাইকিল আল-আতহার ৬/৫৬-৫৭]
সহিহ বুখারিতে কখন ফল বিক্রয় করতে হবে এমন একাধিক হাদিস আছে এবং এটা সর্বসম্মত যে, হিজাজে ফল কেনাবেচার আদর্শ সময় গ্রীষ্মের আগমনে যখন সুরাইয়া তারা দেখা যায়। কারন, এর পরেই ফসল রোগমুক্ত এবং পরিপক্ক হয়।
এই ফল বিক্রির হাদিসকে ১২ই মে করোনা মুক্তির প্রফেটিক ডিক্লেয়ারেশন হিসাবে প্রচার করার কি মানে থাকতে পারে? যেই মাওলানা সাহেবকে কেউ চিনতো না, তিনি এখন একজন পরিচিত নাম। এভাবেই নিজেদের স্বার্থে হাদিস অপব্যাখ্যা ও অপব্যাহার করতে বিন্দু মাত্র বুক কাঁপে না আমাদের। আফসোস।
আপনারা যাঁরা হিজাজ (বর্তমান সৌদি আরব) থেকে খেজুর কেনার কথা ভাবছেন, ১২ই মেতে সুরাইয়া দেখা গেলে তারপর কিনতে পারেন। আর যাঁরা করোনা ভাইরাস থেকে মুক্তির আশা করছেন, তাঁরা বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং কায় মনে আল্লাহ্র কাছে দোয়া করুন। খেজুরের হাদিস মানুষের উপর চালিয়ে দেয়া ইসলাম নয়, নির্লজ্জ্ব মিসগাইডেন্স।
আল্লাহ আমাদের নিজেদের হাত থেকে হেফাজত করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com