শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নারায়নগঞ্জ থেকে প্রেমিকজুটি পালিয়ে নবীগঞ্জে! বিয়ের বদলে হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী \ দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে ঢাকায় কর্মরত দুই গার্মেন্টস কর্মী নবীগঞ্জ উপজেলার দূর্গাপুরে প্রেমিকের বাড়িতে এসেছে। এদিকে খবর পেয়ে এলাকাবাসী দুই প্রেমিক যুগলকে বিয়ের বদলে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে!
ওই দুজনের পরিবার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কানাই দাশের ছেলের সুধাংশুর সাথে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে নারায়ণগঞ্জের একই গার্মেন্টসে কাজের সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরির সুবাদে তারা দুজনই নারায়নগঞ্জ থাকতেন। নারায়ণগঞ্জে কাছাকাছি বাসায় ভাড়া থাকতেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা পালিয়ে ছেলের বাড়ী নবীগঞ্জের দূর্গাপুরে চলে আসেন। তারা কোর্ট ম্যারিজ করে বিয়ে করলেও সামাজিকভাবে গত ১৬ এপ্রিল বিয়ের আয়োজন করে ছেলের বাড়িতে। এতে বাধ সাধে এলাকাবাসী। যেহেতু ছেলে ও মেয়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নারায়নগঞ্জ থেকে এসেছে সেহেতু তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এব্যাপারে শনিবার মিটিং করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠায় এবং কোয়ারান্টাইন শেষে আগামী ৩০ এপ্রিল তাদের বিয়ে ধর্মীয় শাস্ত্র মতে আনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হব বলে গ্রামের মুরুব্বীরা জানান।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার কালন দাস জানান, এলাকার মুরুব্বিদের মাধ্যমে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন শেষে তাদের বিয়ে আগামী ৩০ এপ্রিল অনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, আমি বিষয়টি জানার পরপরই পদক্ষেপ নিয়ে জরুরী ভিত্তিতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠাই। শেষে দুই পক্ষের সমঝোতায় ১৪দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সামাজিক দূরত্ব মেনে আনাড়ম্বরভাবে বিয়ের অনুষ্ঠান হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com