শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জ উপজেলা যুবলীগের কর্মী সভায় বক্তারা সকল নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রলীগ, যুবলীগকে এগিয়ে আসতে

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারায় লিপ্ত বিএনপি-জামাতের সৃষ্ঠ নৈরাজ্য মোকাবেলা করার জন্য ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদেরই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলার উদ্দ্যোগে নবীগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় আহবান জানান হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুবলীগের কর্মীসভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেধাবী যুবনেতা এডভোকেট নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর পরিচালনায় কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
সভায় বক্তারা যুবলীগের সংগ্রামী ইতিহাসের সাথে সংহতি রেখে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। জাতির সকল দূর্যোগময় পরিস্থিতিতে যুবলীগের কর্মীদের সাহসী ভূমিকা সবসময়ই প্রশংসা পায়। আমরা সেই ধারবাহিকতা বজায় রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। সভায় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী, শাহ এ এম এস কিবরিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল মতিন চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান ও শায়েস্তাগঞ্জের জেলা যুবলীগ নেতা আলমগীর চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি হাসান চৌধুরী হেমসীন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি সফিকুজ্জামান হীরাজ, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শাহ গুল আহমেদ কাজল, খয়রুল বশর চৌধুরী, সোহাগ আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী খোকন, নবীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফজল আহমেদ চৌধুরী, পানিউমদা ইউনিয়ন যুবলীগ সভাপতি এখলাসুর রহমান খান, কালিয়ারভাঙ্গা সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, গজনাইপুর সভাপতি আলী নেওয়াজ গাজী, দেবপাড়া সভাপতি শামীম আহমেদ, আউশকান্দি যুবলীগের আহবায়ক নিকসন আহমেদ, ইনাতগঞ্জ যুবলীগ সভাপতি আশাহীদ আলী, কুর্শি যুবলীগ সভাপতি খলিল আহমেদ, নবীগঞ্জ সদর যুবলীগ সভাপতি আবদুল হাকিম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল সর্দার প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক নূরুল আমীন, জেলা যুবলীগ নেতা আবদুল হাকিম, হবিগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জাহির আহমেদ, সবুজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সুমন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুমন, যুবলীগ নেতা রুবেল আহমেদ চৌধুরী, রেজাউল করিম, জাকির হোসেন, রুহেল আহমেদ, মাহবুবুর রহমান ময়না, প্রনব দেব, পিকলু চৌধুরী, পিন্টু রায়, স্বপন বিশ্বাস, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, খুরশেদ আলম মফিজ, আওতাদুজ্জামান চৌধুরী তপু, জায়েদ চৌধুরী, হাসান আহমেদ, জুনু মিয়া, জাহেদ চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফখরুল আলম সুমন, কাসেম আহমেদ, পারভেজ ও সোহান আহমেদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com