শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে ত্রাণ বিতরনে উপজেলা প্রশাসনকে আর্থিক সহযোগীতা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা, মহাকাল সংসদ শিবপাশা ও কাতার প্রবাসী রঙ্গলাল দাশ এর পক্ষ থেকে নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের হাতে নগদ দেড় লাখ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি ভাবনী শংকর ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম রায়, অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মহাকাল সংসদের সভাপতি নীলকন্ঠ দাশ সামন্ত, সাধারণ সম্পাদক যুবরাজ দাশ, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক বিধান ধর, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নুসরাত ফেরদৌসী, উপজেলা মহিলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবল আলম সুমন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, মহাকাল সংসদের উপদেষ্টা গোপিকা রঞ্জন পাল, চন্দ দেব, তনয় কান্তি ঘোষ, অনুকুল দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, দেশের এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় করোনা ভাইরাস মোকাবেলায় নবীগঞ্জেও দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োনীয় দ্রব্য সামগ্রী বিতরনে উপজেলা প্রশাসনকে নবীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগীতা অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com