শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

১৩ পদে লড়ছেন ২১ প্রার্থী এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এবারই প্রথম বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। আগামী ২২ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে নবীগঞ্জ প্রেসক্লাবের এ নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর ইতিহাসে সর্ব প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। গত মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা পরিষদ ডাক বাংলোতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমানের উপস্থিতিতে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। পরে নির্ধারিত সময়ে নির্বাহী সদস্য পদে ১ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। তারা হলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশা মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কোন প্রার্থী মনোয়ন দাখিল করেননি। সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম. মুজিবুর রহমান ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরন দাশ ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বৈচিত্রময় সিলেটের প্রতিনিধি আবু তালেব ও সাংবাদিক আকিকুর রহমান সেলিম। এছাড়াও নির্বাহী সদস্য পদে ৮ জনের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। তারা হলেন- প্রথম আলোর সাবেক প্রতিনিধি এস.আর চৌধুরী সেলিম, দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি। এর মধ্যে দৈনিক ইত্তেফাক-এর নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। আগাগী ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com