মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার এ কর্মসূচির উদ্বোধণ করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল আহাদ, আব্দুল কাইয়ুমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথি বৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ চলবে।