রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

বৃন্দাবন কলেজ এলাকায় আড্ডার অভিযোগে ১০ রোমিও আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীদেরকে নিয়ে বৃন্দাবন কলেজ এলাকায় আড্ডা দেয়ার অভিযোগে ১০ রোমিওকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের স্কুল ব্যাগ তল্লাশী করে স্কুল ড্রেস ও বই খাতা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় সদর থানার ওসি মোঃ মাসুক আলীর তত্ত্বাবধায়নে এসআই সাইদুর ও আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বৃন্দাবন কলেজ ও উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে শহরের সিনেমাহল রোড এলাকার শংকর দাসের পুত্র কলেজ ছাত্র রিমন দাস (১৮), মুসলিম কোয়ার্টার এলাকার বিকাশ পালের পুত্র স্কুল ছাত্র বাপ্পী পাল (১৬), ২নং পুল এলাকার আব্দুল্লাহ মিয়ার পুত্র শিহাব (১৮), জালালাবাদ এলাকার সোনা মিয়ার পুত্র টিটন মিয়া (১৮), মোহনপুর এলাকার রিপন মিয়ার পুত্র শুভ মিয়া (১৬), সুলতান মাহমুদপুর এলাকার লিটন মিয়ার পুত্র নুরুজ্জামান (১৮), আছকির মিয়ার পুত্র জিসান (১৮), আলাপুর গ্রামের আব্দুল আলীর পুত্র জাকারিয়া চৌধুরী (১৭), বানিয়াচঙ্গ বড় বাজার এলাকার মাহমুদ হোসেনের পুত্র আশরাফুল (১৮), ও আজমিরিগঞ্জের কাকাইলছেও গ্রামের মৃত হরিধন দাসের পুত্র অনুকুল দাস (২০) কে আটক করে তারা সকলেই ৯ম-১০ম শ্রেণীর ও এইচএসসি ১ম বর্ষের ছাত্র। খবর পেয়ে ওই দিন রাত ৯ টায় তাদের অভিভাবকরা সদর থানার ওসির কাছে এসে জানান, সবাই স্কুল-কলেজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু স্কুল ফাঁকি দিয়ে তারা এসব করে তা অভিভাবকদের জানা ছিল না।
অপরদিকে, ওসি জেকে এন্ড এইচকে এবং টেটনিক্যাল স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পারেন জিসান ও শিহাব স্কুলে যায়নি। অথচ তারা স্কুলের কথা বেল বেরিয়ে আসে। রাতে অভিভাবক ও আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বাপ্পী পাল ও রিমন দাসের মাথার চুল মেয়েদের মত লম্বা হওয়ার পুলিশ প্রহরায় অভিভাবকরা সেলুনে নিয়ে খাট করে নেন। পরে তাদেরকে ১ম বারের মত সতর্ক করে দিয়ে মুছলেকা রেখে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ওসি আরও জানান, এসব উঠতি বয়সি শিক্ষার্থীরা তাদের বন্ধবিদের নিয়ে প্রায়ই স্টেডিয়ামে আমুদ ফূর্তিতে মত্ত থাকে। ওই স্থানটি নির্জন হওয়ায় জন সাধারনের চোখে পড়ে না। এ অভিযান নিয়মিত চলেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com