সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুরাদ ॥ ‘৩৩৩’-এ কল করে যাবতীয় তথ্য সেবা পাওয়া যাবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দেশব্যাপী জাঁকজমকভাবে উদযাপন করা হবে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেন, কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দিবসটি উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রতি মাসে এমন কিছু কর্মসূচি থাকবে যাতে একজন সাধারণ মানুষের কাছেও আমাদের আহবান অতিসহজে পৌঁছে যায়। বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি দেশব্যাপী পালন করা হবে। এখন থেকেই এর প্রস্তুতি ও সরকারি দপ্তর সমূহের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা বিষয়ক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এসব কথা বলেন। প্রেস কনফারেন্সে তিনি আরো বলেন, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনভাবেই হয়রানীর শিকার না হয় সংশ্লিষ্টদের সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সর্বক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরো সতর্কতা ও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে একনিষ্টভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি সারাদেশে একটি চক্র গুজব রটিয়েছে- পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে। এটিকে কেন্দ্র করে দেশে বেশ কয়েকটি অনাকাঙ্কিত ঘটনাও ঘটে গেছে। এ ধরনের গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে সারা জেলায় মাইকিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে আবার নতুন গুজব ছড়ানো হচ্ছে ৪ দিন বিদ্যুত থাকবে না। এই সময়ে শিশুদের মাথা কেটে নেয়া হবে। তিনি এ ধরনের অপপ্রচার বা গুজব সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহবান জানান। পাশাপাশি কেউ এ ধরনের গুজব ছড়ালে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নদী, খাল, বিল আইনের দৃষ্টিতে বন্দোবস্ত যোগ্য নয়। কেউ দিয়ে থাকলে অন্যায় করেছেন। হবিগঞ্জ শহরের সকল নদী খাল উদ্ধার করা হবে। মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। জেলা প্রশাসনের চলমান উচ্ছেদ কার্যক্রমের ফলে তারা ক্ষতিগ্রস্থ হলে তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যা আমাদের পরিকল্পনাধিন রয়েছে।
‘৩৩৩’ কল সেন্টার সম্পর্কে তিনি বলেন, এই কল সেন্টার থেকে আইনী, ভূমি, প্রশাসনিকসহ যাবতীয় তথ্য সেবা পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন এডিএম মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নার্বিক অমিতাব পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মর্জিনা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com