স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় গভীর রাতে সিএনজি অটোরিক্সায় আমোদফুর্তি করার সময় দুই যুবক ও এক যুবতি পুলিশের হাতে ধরাশায়ী হয়েছে। তারা হল, বানিয়াচং উপজেলার নখলারআব্দা গ্রামের ফুল মিয়ার পুত্র লিটন মিয়া (২০), একই গ্রামের লোকমান মিয়ার পুত্র পারভেজ মিয়া (২২) ও কুশিয়ারতলা গ্রামের মইদর আলীর কন্যা বাউল শিল্পী ইয়াছমিন আক্তার (২০)।
বিস্তারিত