শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বানিয়াচংয়ে ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রি ॥ ২০ বস্তা জব্ধ ॥ ডিলারশীপ বাতিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে হতদরিদ্রর জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেয়ায় মইনউদ্দিন কবিরের ডিলারশীপ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার তাঁর ডিলারশীপ বাতিল করে স্থানীয় প্রশাসন। এদিকে জব্দকৃত ২০ বস্তা (১ টন) চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। ডিলারশীপ বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হুসাইন। স্থানীয়রা জানান, মইনউদ্দিন কবিরের কোনো রাজনৈতিক দলের পদপদবী নেই। তিনি সুবিধাবী দলের লোক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার, সোমবার ও বুধবার সপ্তাহে এই তিন দিন চাল বিক্রি করা হয়ে থাকে। চাল বিক্রির সময় একজন টেগ অফিসার উপস্থিত থেকে মনিটরিং করবেন। উপকারভোগীরা অভিযোগ করেছেন, চাল বিক্রির সময় টেগ অফিসার উপস্থিত থাকেন না। পরে এসে খাতায় স্বাক্ষর করেন। জানা গেছে, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ডিলালের মাধ্যমে চাল বিক্রি শুরু করেছে সরকার। ৭নং বড়ইউরি ইউনিয়নে ডিলার নিয়োগ দেয়া হয় মদনমোরত গ্রামের মৃত ডা. মর্তুজা মিয়ার ছেলে মইনউদ্দিন কবিরকে। হতদরিদ্র ৩৭৯ জন কার্ডধারী এই ডিলারের কাছ থেকে চাল ক্রয় করা কথা। প্রতি কার্ডধারী ১০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন। ডিলার মইনউদ্দিন সম্প্রতি ১১ মেট্রিক টন ৩৭০ কেজি সরকারি চাল উত্তোলন করেন। তিনি ২০ বস্তা (১ টন) চাল কালোবাজারে বিক্রি করে দেন। রোববার রাতে চাল পাচারের অবস্থা টের পেয়ে স্থানীয় লোকেরা ইউএনও মো. মামুন খন্দকার, থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে মোবাইলফোনে বিষয়টি জানান। রাতেই থানার এসআই জুলহাস মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা শান্তিপুর বাজারে গিয়ে ২০ বস্তা চাল জব্দ করেন। সোমবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হুসাইন সরজমিন গিয়ে ডিলারের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদ হুসাইন জানান, ডিলার মইনউদ্দিন কবিরের বিরুদ্ধে কালোবাজারে চাল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাঁর ডিলাশরশীপ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানালেন। এদিকে উপকারভোগীদের চাল ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় সদর দক্ষিণ-পূর্ব ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান মোজাহিদকে মারধর করেছে ডিলারের লোকেরা। রোববার দুপুরে গ্যানিংগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোজাহিদ মেম্বার রোববার সন্ধ্যার দিকে ডিলারের প্রতিনিধি সুবেদ আলীর বিরুদ্ধে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়, প্রতি কার্ডধারীর কাছ থেকে ৩০ কেজি চালের দাম রাখলেও ডিলারের লোক সুবেদ আলী চাল দেন ২৫ কেজি। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের উপস্থিতিতে কয়েক জন কার্ডধারীর চাল মাপলে ওজনে কম দেয়ার অনিয়ম ধরা পড়ে। এ সময় দোকানে থাকা ডিলারের প্রতিনিধি সুবেদ আলীকে জিজ্ঞাসা করলে ইউপি মেম্বারকে মারধর করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com