শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বৃটেনের বার্মিংহামে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৩৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটেনের ঐতিহ্যবাহী বার্মিংহাম শহরে সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বতস্ফুর্ত জনসমাগমের মধ্য দিয়ে ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। নানা কর্মসূচীর মধ্যে বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে পতাকা উত্তোলন, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ্ব মো: নাসির আহমদের সভাপতিত্বে এবং সেন্টারের জেনারেল সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান চৌধুরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রদূত বিশষ্ট বুদ্ধিজীবি ড: তোজাম্মেল টনি হক, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক মনসুর আহমদ মকিস, বার্মিংহাম সিটি কাউন্সিলার আহমেদুল হক এমবিই, বার্মিংহামস্থ সিটি কাউন্সিলার মো: জিয়াউল ইসলাম, বার্মিংহাম শহীদ মিনার কমিটির চেয়ারম্যান গাবরু মিয়া বার্মিংহাম আওয়ামীলীগ সেক্রেটারী মাহবুব আলম চৌধুরী মাখন, বার্মিংহাম জাতীয়পার্টির সহ-সভাপতি কামরুল হাসান চুনু। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হুসাম উদ্দিন আহমদ।
পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতাপালনসহ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান স্বাগত বক্তব্যের পর মূল আলোচনায় অংশ নেন প্রবীণ মুরব্বী আলহাজ্ব আজির উদ্দিন, নূরুল ইসলাম বেলাল, আব্দুল কাদির আবুল, তুতিউর রহমান তুতা, মুক্তিযোদ্ধা কবি শামসুজ্জামান চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, শাহ রুকন আহমদ, জহির উদ্দিন আলি, সেবুল চৌধুরী, আব্দুর রশিদ ভূইয়া, এম এ রশিদ, আনা মিয়া, তফজ্জুল হোসেন চৌধুরী, শাহিদা বেগম চৌধুরী, রুহুল আমিন খাঁন, সিরাজুল ইসলাম তসনু, ফজলু চৌধুরী, সাংবাদিক রিয়াদ আহাদ, সাংবাদিক জয়নাল ইসলাম, সাংবাদিক আব্দুল আহাদ সুমন, মোসাদ্দেক আহমদ শ্যামল, মুস্তাফিজুর রহমান সেলিম, বুলন চৌধুরী, তারেক চৌধুরী, হোসাইন আহমদ, আব্দুল মুহিত, আজাদ আবুল কালাম, শেখ দিপু, শফিকুর রহমান, মঈন চৌধুরী, জামিল আহমদ, আলী আহমদ, শাহীন মিয়া, ফারজানা আক্তার, শাকিল আক্তার ও মিজান রেজা চৌধুরী প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com