সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

কটিয়াদি পূর্ব বাজারে ঈদ পুনর্মিলনীতে-রাজীব ॥ সৎ সাহস ও ভালবাসা মানুষকে সামনে দিকে এগিয়ে নিয়ে যায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব বলেছেন, জীবনে সাফল্য অর্জন করতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন, সৎ সাহস এবং ভালবাসা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাকে ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গত রবিবার বিকেল ৪ টায় বাহুবল উপজেলার কটিয়াদি পূর্ব বাজার ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কটিয়াদি পূর্ব বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ভাদেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাশিম, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মানব কল্যান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল সিতু, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক ওলিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লা শাহীন, নুরুজ্জামান জাকি, আবু জাহিদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী ময়না মিয়া, মুক্তিযোদ্ধা ইনসাফ আলী, কাজল মিয়া, রমজান আলী, আব্দুস ছমেদ মেম্বার, মাহমদু হাসান, ফরামত উল্লাহ, নওশাদ মিয়া, আলকাছ মিয়া, মকসুদ আলী, আব্দুল খালেক, আব্দুল গনি, শাকিল চৌধুরী, আব্দুল আলী, শাহ আফজাল, আব্দুল জাহির শাহীন, শাহ ইশতিয়াক আহমেদ সুহেল প্রমূখ।
অনুষ্ঠানে মানব কল্যান উচ্চ বিদ্যালয়ের পক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি আ.ক.ম উস্তার মিয়া তালুকদার ও কটিয়াদী পূর্ব বাজার ব্যবসায়ী কল্যান সমিতির পক্ষে সমিতির সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রধান অতিথি আরিফুল হাই রাজীবকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং বিশেষ অতিথিদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com