শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বাহুবলে ওয়াহিদ মিয়া হত্যাকান্ডে পুটিজুরী ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ওয়াহিদ মিয়া হত্যার ঘটনায় পুটিজুরী ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা শামছুদ্দিন তারা মিয়াকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার রাতে বাহুবল মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই প্রবাসী ফারুক মিয়া। পুটিজুরী ইউনিয়নের কুমেদপুর গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র ওয়াহিদ মিয়া (৪০) গত শনিবার রাত সাড়ে ৭টায় পুটিজুরী বাজারে প্রতিপরে ছুরিকাঘাতে নিহত হন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শেওড়াতলী গ্রামের শামছুদ্দিন তারা মিয়া পুটিজুরী ইউপি চেয়ারম্যান হওয়ায় তারই পৃষ্ঠপোষকতায় তার ভাগিনা শাহনেওয়াজসহ তাদের আত্মীয়-স্বজনরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রায়ই দলবদ্ধ ভাবে বাজারে দাপটের সাথে ঘুরাফেরা করে। তাদের এরূপ কার্যকলাপ মেনে নিতে পারেননি বাজার সংলগ্ন কুমেদপুর গ্রামের ওয়াহিদ মিয়া। তিনি তাদের বিচার-অনাচারের প্রতিবাদ করতে গিয়ে রোষনলে পড়েন। গত ৪/৫ মাস পূর্ব থেকে ওয়াহিদ মিয়া ১নং স্নানঘাট ইউপি অফিস থেকে ১ কিলোমিটার রাস্তায় কাজের জন্য মাটি ও বালু সরবরাহ করে আসছিলেন। শাহনেওয়াজ উক্ত কাজের শেয়ার দাবি করে আসছিল। কিন্তু ওয়াহিদ মিয়া তাকে শেয়ার দেননি। এতে শাহনেওয়াজ ক্ষিপ্ত হয় ওয়াহিদ মিয়ার উপর।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াহিদ মিয়া পুটিজুরী বাজারস্থ মীরেরপাড়া গ্রামের আব্দুল আলীর চা স্টলে বসা অবস্থায় চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়ার নেতৃত্বে ২৬/২৭ সদস্যের একটি দল তার উপর হামলা করে। এ সময় শামছুদ্দিন তারা মিয়ার হুকুমে শাহনেওয়াজ ডেগার দিয়ে ওয়াহিদ মিয়ার পেটে পরপর দুটি ঘাঁই মারে। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার ভাই কাওসার মিয়া, চা স্টল মালিক আব্দুল আলী, ফজলে এলাহী লুলুও আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আব্দুল আলীর মৃত্যু ঘটে। কাওসার মিয়া ও আব্দুল আলী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এ ঘটনায় নিহতের ভাই প্রবাসী ফারুক মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়েছে।
এদিকে, হত্যাকান্ডের পর থেকে শেওড়াতলী গ্রামের অধিকাংশ পুরুষরা গা-ঢাকা দিয়েছেন। ফলে প্রায় বাড়িঘরই রয়েছে পুরুষ শূন্য অরক্ষিত। পান্তরে কুমেদপুর গ্রামে নিহতের পরিবারের চলছে শোকের মাতম। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, আসামী পরে লোকজন ঘটনার পরপরই গা-ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com