শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

লন্ডনে জহিরুল হক শাকিলের পিএইচডি সনদ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ও জনপ্রিয় ব্যক্তিত্ব সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কমনওয়েলথ স্কলার জহিরুল হক শাকিল বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) গ্রাজুয়েশন প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে পিএইচডি সনদ গ্রহণ করেছেন।
গত ২৫ জুলাই লন্ডনের ইন্সটিটউট অব এডুকেশন ক্যাম্পাসে রয়াল আফ্রিকান সোসাইটির চেয়ারপার্সন, ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট যেইনাব বাদাবির সভাপতিত্বে সোয়াসের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গ্রাজুয়েটদের স্বাগত জানান সোয়াসের ডিরেক্টর বেরনেস ভেলেরি আমোস ও গ্রাজুয়েটদের উপস্থাপন করেন নেভতেজ কে পিউরেওয়াল ও প্রফেসর স্টিফেন চান ওবিই। বক্তৃতা করেন ইউনেস্কোর বিশেষ দূত, জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও প্রেসিডেন্ট ওবামার আর্টস এন্ড উইমিনিটিস কমিটির সদস্য ফরেস্ট উইটেকার।
জহিরুল হক শাকিল সোয়াসের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে বিরল কৃতিত্বের সাথে গত মার্চ মাসে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে ২০১২ সাল থেকে স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়ন করেন। তার থিসিসের শিরোনাম ছিল ‘মারজিনালাইজেশন এন্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনঃ দ্য কেস অব বাংলাদেশ।’ তার গবেষনা তত্ত্বাবধায়ক ছিলেন সোয়াসের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, সেন্টার ফর ওয়াটার এন্ড ডেভেলপমেন্ট এবং লন্ডন ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট সেন্টার এর ডিরেক্টর ড. পিটার পি মলিঙ্গা। সহ- তত্ত্বাবধায়ক ছিলেন সোয়াস’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ড. লরা হেম্মান্ড এবং একই প্রতিষ্ঠানের ফোর্সড মাইগ্রেশনের সিনিয়র লেকচারার ড. তানিয়া কায়সার।
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার বিশিষ্ঠ শিক্ষক হবিগঞ্জ বিতর্ক পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ জবরু মিয়া ও গৃহিনী আলহাজ্ব মোছাঃ রাবেয়া খাতুনের প্রথম সন্তান ড. জহিরুল হক শাকিল তার শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে অসমান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ১৯৯৩ সালে শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুল থেকে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি ও ১৯৯৫ সালে বৃন্দাবন সরকারী কলেজ এর মানবিক বিভাগ থেকে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ নম্বর নিয়ে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরে ভর্তি হন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগে। সেখানে তিনি বিরল ফলাফল করেন। যা আজ অবধি রেকর্ড হয়ে আছে। তিনি বিএসএস অনার্সে ডিস্টিংশনসহ সব্বোর্চ সিজিপিএ অর্জন করেন। তার সিজিপিএ শুধু পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগে নয়; সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ছিল। এজন্য তিনি চ্যান্সেলর গোল্ড মেডেল বা প্রেসিডেন্ট পদক, ভাইস- চ্যান্সেলর মেডেল ও ইউনিভার্সিটি বুক মেডেল অর্জন করেন। একই বিভাগ থেকে মাস্টার্স লেভেলেও ডিস্টিংশনসহ বিভাগ ও অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেন। এজন্য তিনি ভাইস-চ্যান্সেলর মেডেল ও ইউনিভার্সিটি বুক মেডেলে সম্মানিত হন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এওয়ার্ড লাভ করেন। বাংলাদেশে অনার্স ও মাস্টার্স উভয় পর্যায়ে ডিস্টিংশন অর্জন খুবই বিরল। এছাড়া জহিরুল হক শাকিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টার পরীক্ষায় প্রথম ব্যতিরেকে দ্বিতীয় হননি। ২০০২ সালে তিনি সিলেটের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান ও ২০০৬ সালে পলিটিক্যাল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৪ সালে পদোন্নতি পান সহযোগী অধ্যাপক হিসেবে।
জহিরুল হক শাকিল ২০০৯ সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনো ছাত্র হিসেবে যুক্তরাজ্য সরকার প্রদত্ত বিশ্বের বিখ্যাত কমনওয়েলথ স্কলারশীপ লাভ করেন। এ স্কলারশীপের অধিনে ইংল্যান্ডের লিডস মেটের স্কুল অব এল্পাইড গ্লোবাল ইথিক্স এর পিস এন্ড ডেভেলপমেন্ট বিভাগ থেকে মেরিটসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১০ সালের অক্টোবরে ফিরে আসেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। পরে ২০১২ সালে আবারো কমনওয়েলথ স্কলারশীপ অর্জন করেন পিএইচডি গবেষনা সম্পাদনের জন্য। দু’দুবার কমনওয়েলথ স্কলারশীপ লাভ করা কেবল বাংলাদেশে নয়; কমনওয়েলথের ইতিহাসে বিরল।
জহিরুল হক শাকিল কেবল লেখা পড়ায় নয়; সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ভূমিকা পালন করেন। তিনি জে কে এন্ড এইচ কে হাইস্কুলের স্কাউট লিডার ও বৃন্দাবন সরকারী কলেজের সিনিয়র রোভার মেট ছিলেন। তিনি ১৯৯৩ সালে চতুর্দশ চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সমাবেশে জে কে এন্ড এইচ কে হাইস্কুলের ও ১৯৯৫ সালে চতুর্দশ জাতীয় রোভার মোটে বৃন্দাবন সরকারী কলেজ রোভার দলের নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বৃন্দাবন সরকারী কলেজ প্লাটুনের একজন কৃতি ক্যাডেট ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com