শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আজমিরীগঞ্জের শিবপাশা এমএজি হ্যাচারী উৎপাদিত মনোসেক্স তেলাপিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে জমিতে মৎস্য খামারে উৎপাদিত মনোসেক্স তেলাপিয়ার পোনা মাচ চাষ করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন খালেদ হোসেন চৌধুরী। তার খামারে সপ্তাহের ৪ দিনে ৪ লাখ মনোসেক্স তেলাপিয়ার পোনা মাচ উৎপাদন করা হচ্ছে। ১ লাখ পোনা মাছ ৭০ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখন তার দেখাদেখি অনেকেই এ পেশায় এগিয়ে আসছেন। গতকাল সরে জমিনে তার এমএজি হ্যাচারী এন্ড ফিসারিজ পরিদর্শন করতে যান আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জের বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। খামার মালিক খালেদ হোসেন চৌধুরী জানান, তার পৈত্রিক অনেক জমি-জমা রয়েছে। এক সময় তাদের পরিবার জমি-চাষ করেই মূলত জীবিকা নির্বাহ করতেন। ২০১৪ সালে তিনি পরিকল্পনা করেন জমিগুলো যে ধান সেই ধানের উৎপাদন কয়টা টাকা লাভ হয়। ধানের ফলনের চেয়ে জমিগুলো কি চাষ করলে লাভ হবে। সেই পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যান। এক পর্যায়ে তৎকালীন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিনের পরামর্শে তিনি প্রায় ৩২ একর জমির মধ্যে পুকুর খনন করেন। পুকুরগুলো খননের সময় জেলা মৎস্য কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করেন। সঠিক মাপ অনুযায়ী কয়েকটি পুকুর খনন করে তিনি মাচ চাষ শুরু করেন। বর্তমানে তিনি পুকুরের মা মাচের ডিম দিয়ে অত্যাধুনিক মেশিন দিয়ে প্রতি সপ্তাহ ৪ দিন প্রায় ৪ লাখ মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করছেন। তার খামারে উৎপাদিত প্রতি লাখ পোনা ৭০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পোনাগুলো ক্রয় করছেন সিলেট, মৌলভী বাজার, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, হবিগঞ্জ, লাখাইসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, কৈ শিং, মাগুর, রুই, কাতলাসহ বিভিন্ন ধরণের মাছের পোনা মাছ বিক্রি করা হয়। পুকুরের পাড়ে পিয়ারাসহ বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়েছে। এগুলো চারদিকে সুন্দর্য ছড়াচ্ছে। খামারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন খালেদ হোসেন চৌধুরী ছোট ভাই সেজাউল হোসেন চৌধুরী। খামারে ১৪ জন শ্রমিক কর্মরত রয়েছেন। খালেদ হোসেন চৌধুরী জানান, মনোসেক্স পোনা মাছের উৎপাদন হওয়ার পর পরই বিক্রি হয়ে যাচ্ছে। শুধু পোনা মাছ নয়, পুকুরের উৎপাদিত বড় মাছগুলো হবিগঞ্জে বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে। এতে মানুষের মাছের চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু বিদুৎতসহ যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে চাহিদা মাফিক উৎপাদন করতে পারছেন না। এ জন্য তিনি সরকারের সহযোগীতা কামনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নুরে আলম জানান, এক সময় আজমিরীগঞ্জে মাছের জন্য প্রসিদ্ধ ছিল। কিন্তু খাল বিল, জলাশয় ভরাট হওয়ার কারণে আগের তুলনায় আর মাছ উৎপাদন হচ্ছে। খালেদ হোসেন চৌধুরী সেখানে হ্যাচারী মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করছেন। তার মত হ্যাচারী বৃহত্তর সিলেটে ২/৩টি রয়েছে। আজমিরীগঞ্জে আরো কিছু ছোট ছোট মৎস্য খাবার রয়েছে। সেখানেও মাছের উৎপাদন হচ্ছে। খালেদ হোসেনসহ মৎস্য খামারীদের সকল ধরণের সহযোগীতা করে যাচ্ছি। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিট খীসা জানান, আজমিরীগঞ্জে প্রায় ৭ হাজার মৎস্যজীবি ও মৎস্য চাষীদের তালিকা রয়েছে। আমরা তাদের সহযোগীতা করে যাচ্ছি। আর খালেদ হোসেন অত্যাধুনিক পদ্ধতিতে মাছ উৎপাদন করে যাচ্ছেন তাকেও আমরা সহযোগীতা করবো। এলাকাবাসীরা জানান, খালেদ হোসেন চৌধুরী ফিসারী করে যে ভাবে উন্নতির দিকে যাচ্ছেন। তার দেখাদেখি এখন এলাকার অনেক মানুষ এ ধরণের হ্যাচারী করতে আগ্রহী হয়েছে। পরিদর্শনকালে হবিগঞ্জের সাংবাদিকগণ মৎস্য খামার ঘুরে দেখেন এবং লেখনীর মাধ্যমে তাকে সহযোগীতা করার আশ্বাস দেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক জনতা এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারী চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ রাসেল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া ও এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com