শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মাধবপুরে ত্রিপল মার্ডার ॥ ঘাতক তাহের ২ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের আলোচিত ত্রিপল হত্যাকান্ডের ঘাতক শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসাদ বেগম এ আদেশ প্রদান করেন। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজিদুল ইসলাম ঘাতক তাহের উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। গতকাল সোমবার আবেদনের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলার তদন্তভার ডিবি পুলিশের হাতে রয়েছে। ইতিমধ্যে ৩ খুনের ঘটনায় পৃথক ৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে ৩ খুনের ঘটনাকে কেন্দ্র করে নানা রহস্যের সৃষ্টি হচ্ছে। খুনের প্রকৃত কারণ, ঘটনার সাথে কতজন জড়িত এবং কেন এই হত্যাকান্ড তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকিয়ে আছে জনগণ। দিন যত অতিবাহিত হচ্ছে রহস্যের দানা ততই প্রকট হচ্ছে। গত সোমবার ২৯ আগষ্ট ৩ খুনের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার বাদী নিহত জাহানার ভগ্নিপতি হাজী মোঃ মোহন মিয়া ওরফে কালন মিয়া নিজেকে মামলার বাদী নয় বলে দাবী করে আদালতে এফিডেভিট দেন। কালন মিয়া তার ১৩২৬ নং এফিডেভিডে উল্লেখ করেন গত ২৩ আগষ্ট রাতে লোকমুখে তাঁর শালিকা জাহানারা বেগম জানু স্বামী পক্ষের আত্মীয় স্বজন দ্বারা খুন হয়েছে বলে জানতে পেরে থানায় লাশ দেখতে আসেন। এ সময় পুলিশ সনাক্তকারী হিসেবে সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেয়। পরে স্বাক্ষরকৃত কাগজে মামলা লিখে এফআইআর করেন। এফিডেভিডে তিনি আশংকা ব্যক্ত করেন অপরাপর আসামীদের রক্ষা করতে পুলিশ ইচ্ছাকৃত ভাবে সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেয়। যা সে মামলা দায়েরের উদ্দেশ্যে দেয়নি। এদিকে ২৪ আগষ্ট নিহত শারমিনের স্বামী কামাল হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপর দিকে স্ত্রী ও কন্যাকে হত্যা এবং শিশু সুজাতকে হত্যার উদ্দেশ্যে আক্রমনের বিচার চেয়ে গিয়াস উদ্দিন বাদী হয়ে তার ভাই শাহ আলম ওরফে তাহের উদ্দিন (৩২), আলাউদ্দিন (৩৮), ভাতিজা জুয়েল মিয়া (১৯), জহুরুল ইসলাম (২০)সহ ১৩ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত মঙ্গলবার দুপুরে এবং শিমুলকে হত্যার অভিযোগ এনে তার পিতা আব্দুল আলিম বাদী হয়ে শাহ আলম ওরফে তাহের উদ্দিন (৩২), আলাউদ্দিন (৩৮), জুয়েল মিয়া (১৯)সহ ৭জনের নাম উল্লেখ করে ৩/৪জনকে অজ্ঞাত দেখিয়ে বুধবার অপর একটি দরখাস্ত মামলা দায়ের করেন।
উলেখ্য যে, ২৩ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে উপজেলার বীরসিংহপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪৫), কন্যা শারমীন আক্তারকে (২২) তাঁদের বসত ঘরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এসময় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক আহত হলেও ভাগ্য গুনে বেচে যায় শিশু ছেলে সুজাত। এর প্রায় ঘন্টা খানেক পর পার্শ্ববর্তী আব্দুল আলীমের ছেলে শিমুল মিয়া(২৫)কেও ঘাতকেরা তার বাড়ির পাশে রাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুর ইসলাম জানান, ১২ জনের নাম উল্লেখ করে বাদী পক্ষের দেওয়া একখানা দরখাস্ত আমরা আদালতে প্রেরন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com