শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

তারেক রহমানের ৭ বছরের কারাদন্ড ২০ কোটি টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৩৪৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নিন্ম আদালতের ৭ বছরের রায় বহাল রাখার পাশাপাশি জরিমানা ৪০ কোটি টাকা কমিয়ে ২০ কোটি করেছে হাইকোর্ট।
এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর এ মামলায় রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়া হয়। তবে অভিযোগ প্রমাণ হওয়ায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয় সে সময়। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোঃ মোতাহার হোসেন ওই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতে তারেক রহমানের খালাসের আদেশের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর হাইকোর্টে আপিল করে দুদক। অন্যদিকে নিজেকে নির্দোষ দাবি করে সাজা মওকুফ চেয়ে আপিল করেন গিয়াস উদ্দিন আল মামুন। দুদক ও মামুনের আপিলের শুনানি শেষে গত ১৬ জুন মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্ট।
২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুকেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে ওই টাকা লেনদেন হয়। এর পর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটিব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। ওই টাকা থেকে তারেক রহমান ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগ গঠন করা হয় ২০১১ সালের ৮ আগস্ট। দুদকের আবেদনে এ মামলার প্রধান আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ২০১৩ সালের ২৬ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলাটি দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন তারেক। কয়েক দফা তাকে সমনও পাঠানো হয়। আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com