বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনারপুরে স্কুল ছাত্রীদের পথের কাটা বখাটে সাজু ও কাওছার ॥ প্রতিবাদে মহাসড়ক অবরোধ ॥ ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৪৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নবীগঞ্জ। প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ১২ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দেওপাড়া গ্রামের আব্দাল মিয়ার ছেলে সাজু মিয়া (১৯) ও আরফান উল্লার ছেলে কাওছার মিয়া (১৯) প্রায়ই উত্ত্যক্ত করে থাকে। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক সাজু ও কাওছারকে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার দুপুর ২টার দিকে ছাত্রীসহ কয়েকজন সহপাঠি কোচিং থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাজু ও কাওছার মোটরসাইকেল দিয়ে ছাত্রীদের গতিরোধ করে। এসময় তারা ওই ছাত্রীর কাছে মোবাইল নাম্বার চাইলে তা দিতে অসম্মতি প্রকাশ করলে বখাটেরা ছাত্রীর হাতে থাকা ছাতা ও বই ধরে টানাটানি শুরু করে। এসময় তারা অশ্লীল কথাবার্তাও বলতে থাকে। এক পর্যায়ে ছাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সাজু ও কাওছারকে মোটরসাইকেলসহ আটক করে। আটকের কিছুক্ষণ পরেই ১৪/১৫জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদেরকে জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনাটি স্কুলসহ এলাকায় জানাজানি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর প্রতিবাদে গতকাল সোমবার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নামে। শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় অবরোধকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের ফলে প্রায় দেড়ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দু’বখাটেকে ১২ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে শর্তসাপেক্ষে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। অন্যথায় পরবর্তী কর্মসূটি ঘোষণা দেয়া হবে বলে শিক্ষার্থীরা হুশিয়ারী দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com