শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

৪৫ সদস্যের মন্ত্রিসভা নিয়ে শুরু হবে নতুন সরকারের যাত্রা

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৩৮৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দশম জাতীয় সংসদের মন্ত্রিসভা হচ্ছে ৪৫ সদস্যের। আর এই তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। জাতীয় পার্টির অংশগ্রহণে আকার আরও একটু বড় হতে পারে। তবে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে মন্ত্রিসভার আকার বৃদ্ধির বিষয়টি। গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী মন্ত্রিসভার এই তালিকা থেকে বাদ পড়লেও বেশিরভাগই থাকবেন বলে জানা গেছে। রবিবার বিকেলে এসব সদস্যরা শপথ নেবেন। আওয়ামী লীগ দলীয় শীর্ষ নেতাদের একধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কোনো নেতা নাম প্রকাশ করতে রাজি হননি। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রেও বলা হয়েছে, ৪৫ সদস্যের মন্ত্রিসভার জন্য ফাইল প্রস্তুত করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব সপ্তাহের শুরুতে (রবিবার) শপথ নেবেন বলে জানান। অবশ্য মন্ত্রিসভার আকার এবং রবিবার শপথ নেয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব সরাসরি কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানান। নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের বিবেচনায় নেয়া হবে বলেও কয়েকজন নেতা নিশ্চিত করেছেন। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিদের মধ্যে মন্ত্রিসভায় থাকছেন ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নতুন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া মহাজোট সরকারের সময় থেকে যারা এ পর্যন্ত মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু থাকছেন। এদিকে নতুন সরকারের মন্ত্রিসভায় বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলপথ ও ধর্মমন্ত্রী মুজিবুল হক, প্রবাসী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হতে পারেন। নতুন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পরিবর্তে নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী থাকবেন বলে দলীয় একাধিক নেতা জানিয়েছেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এই নেতা। সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদকে নতুন সরকারেরও আইনমন্ত্রী বানানো হতে পারে। তবে জাতীয় পার্টি সরকারে মন্ত্রিত্ব গ্রহণ করলে ব্যারিস্টার আনিসুল ইসলামের কথাও বিবেচনা করা হবে বলে মনে করেন আওয়ামী লীগ দলীয় নেতারা। তবে এ ক্ষেত্রে চূড়ান্তভাবে কিছুই বলেননি তারা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. হাবিব-এ মিল্লাত মুন্না স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানায়। জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রাখা হতে পারে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিসভাতে তাকে জায়গা দেয়ার জোর সম্ভাবনা রয়েছে। অনেকে জানিয়েছেন তাকে যোগাযোগমন্ত্রী করা হতে পারে। তরুণ সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলককে আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিতে যাচ্ছেন বিগত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাতকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিংবা মন্ত্রিসভার সদস্য করা হতে পারে। আবুল মাল আব্দুল মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব না দেয়া হলে এমনটি করা হবে বলে জানায় আওয়ামী লীগ দলীয় বিভিন্ন সূত্র। এছাড়া মন্ত্রিসভায় স্থান করে নিতে পারেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর, মির্জা আজম, শেখ ফজলুল করিম সেলিম, এবি তাজুল ইসলাম, মেহের আফরোজ চুমকি। নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিলীপ বড়ুয়াও নতুন মন্ত্রিসভার সদস্য হতে যাচ্ছেন বলে জানা গেছে। নির্বাচনকালী সরকারে অনেকেই নতুন মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের আনা হতে পারে। পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বাদ যাচ্ছেন। নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রীদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সমাজকল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও রয়েছেন বাদের তালিকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com