শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বাহুবল উপজেলার ইউনিয়ন নির্বাচনে ৬টিতে আ’লীগ, ১টিতে জাপা’র জয়

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৭৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও ১টি জাতীয় পার্টির প্রার্থী জয় লাভ করেছেন।
বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নং স্নানঘাট ইউনিয়নে ফেরদৌস আলম (নৌকা) ৪ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট মুদ্দত আলী (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ২১ ভোট ও বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ৯৯৮ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান হরমুজ আলী (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ১১৬ ভোট ও আব্দুল কাদির (লাঙ্গল) পেয়েছেন ৯২ ভোট।
২নং পুটিজুরী ইউনিয়নে শামছুদ্দিন তারা মিয়া (নৌকা) ৩ হাজার ৭৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার খুর্শেদ আলম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৭৬ ভোট, বিএনপির বিদ্রোহী ফরিদ উদ্দিন আখঞ্জী (চশমা) পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট, মখলিছুর রহমান তালুকদার (আনারস) পেয়েছেন ১ হাজার ৩৩১ ভোট, শাহ উবায়দুর রহমান (মোটর সাইকেল) ২৯৪ ভোট, এস.এস শাহবাজ (ঘোড়া) ২৬০ ভোট ও মোহাম্মদ আলী (ফুলের মালা) পেয়েছেন ৪৭ ভোট।
৩নং সাতকাপন ইউনিয়নে শাহ মোঃ আবদাল মিয়া (লাঙ্গল) ৪ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমাম উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৮১ ভোট, বর্তমান চেয়ারম্যান আব্দুর রেজ্জাক (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪৭৬ ভোট, আয়াত আলী (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩১ ভোট, ছায়েদ আহমেদ (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১২৮ ভোট এবং মোঃ মাসুক মিয়া (ঘোড়া) পেয়েছেন ৬৮ ভোট।
৪নং বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী (নৌকা) ৬ হাজার ৩৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিফজুর রহমান আবুবকর (আনারস) পেয়েছেন ৪ হাজার ২৩০ ভোট, সিরাজ মিয়া তালুকদার ১ হাজার ৫ ভোট, সামায়ূন কবির চৌধুরী (ধানের শীষ) ৯৮৭ ভোট এবং ফারুক আহমেদ আখঞ্জী (লাঙ্গল) পেয়েছেন ৫৪৪ ভোট।
৫নং লামাতাসী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু ৩ হাজার ৫০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান এম.এ মুসা পেয়েছেন ৩ হাজার ৫০১ ভোট, আ.ক.ম উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট, আব্দুল আহাদ কাজল (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ২১ ভোট এবং আব্দুল কাইয়ূম (চেয়ার) পেয়েছেন ৭৫ ভোট।
৬নং মিরপুর ইউনিয়নে সাইফুদ্দিন (নৌকা) ২ হাজার ৫২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী নূরুল হক আছকির (আনারস) পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট, বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ১৯২ ভোট, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ডা. রমিজ আলী পেয়েছেন ১ হাজার ৯০৩ ভোট, জামায়াত নেতা মীর এ.কে.এম জমীলুন্নবী (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট, সবুজুল হক সবুজ (লাঙ্গল) ১ হাজার ৪০০ ভোট ও দিদার এলাহী সাজু (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১০৭ ভোট।
৭নং ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান (নৌকা) ৭ হাজার ৯৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ৫ হাজার ২৭৭ ভোট এবং তাজুল ইসলাম চৌধুরী (আনারস) ২ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com