শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৯ প্রার্থী সংরক্ষিত মহিলা ১৬৩ ও মেম্বার পদে ৫৬২ প্রার্থী দীঘলবাক ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। ১৩টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৭৯ জন, সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী ১৬৩ জন এবং সাধারণ আসনে ৫৬২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন। এর মধ্যে ৪নং দীঘলবাক ইউনিয়নে বিএনপি কোন প্রার্থী দিতে পারেন নি। এছাড়া ৮নং সদর ইউনিয়নে জাতীয় পার্টির ২ জন প্রার্থী দলের মনোনয়ন ফরমসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে কে হবেন জাপা’র বৈধ প্রার্থী, না-কি দু’জনেরই মনোনয়ন বাতিল হবে এ নিয়ে আলোচনা ঝড় বইছে। এবারের নির্বাচনে প্রথম বারের মতো দু’জন মহিলা প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৮ মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ মে দাখিলকৃত মনোনয়ন বাচাই এবং ১২ মে প্রত্যাহারের শেষ দিন। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনকে অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করতে ৫টি ভাগে ভাগ করে ৫জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদুজ্জামান ১নং ও ২নং ইউনিয়নে, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম ৩নং, ৪নং ও ৬নং কুর্শি ইউনিয়নে, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান ৭নং ও ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন ৫নং, ৯নং ও ১০নং ইউনিয়নে এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সামছুল আলম ১১নং, ১২ নং ও ১৩ নং ইউনিয়নে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন। ১নং বড় ভাকৈর পশ্চিম ইউপিতে ৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন-আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সমর চন্দ্র দাশ, জাতীয় পার্টির ভুপেন্দ্র কুমার দাশ, বিএনপির স্মৃতি ভুষন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী লাল মোহন দাশ, সত্যজিত দাশ ও সুষেন চন্দ্র তালুকদার। সংরক্ষিত মহিলা মেম্বার ১৪ ও সাধারণ মেম্বার ৪১ জন প্রার্থী রয়েছেন। ২নং ইউপিতে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদার, বিএনপির হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র মোঃ আশিক মিয়া, বজলুর রহমান, জাকারিয়া হোসাইন ও ফারুক আহমেদ। সংরক্ষিত মহিলা মেম্বার ১০ জন ও সাধারণ মেম্বার ৫১ জন। ৩নং ইনাতগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে লন্ডন প্রবাসী জামাল আহমেদ (আওয়ামীলীগ), আকিুকুর রহমান (বিএনপি), সিরাজ উদ্দিন (জাপা), মিনি বাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ (স্বতন্ত্র), জামায়াত নেতা মাসুম আহমদ জিহাদী (স্বতন্ত্র) ও মোঃ ছায়েদ উদ্দিন (স্বতন্ত্র)। এ ইউনিয়নে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছিল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে। পরে কেন্দ্রের বিশেষ অনুরোধে নাজমুল ইসলাম সড়ে গেলে আকিকুর রহমান দেয়া হয়েছে। এ ইউপি সংরক্ষিত আসনে ১৩ ও সাধারণ আসনে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৪নং দীঘলবাক ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মোঃ আবু সাইদ এওলা (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান ছালিক মিয়া (স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র) ও এনাওর মিয়া (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১৫ ও সাধারণ আসনে ৪৭ জন প্রার্থী রয়েছেন। ৫নং আউশকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত আসনে ১১ ও সাধারণ আসনে ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন (আওয়ামীলীগ), মোছাঃ সাহানা আক্তার (জাপা), মোঃ কাউছার আহমদ (বিএনপি), মোঃ হিরা মিয়া (স্বতন্ত্র), বিশিষ্ট শিল্পপতি মহিবুর রহমান (স্বতন্ত্র) ও সৈয়দ কাউছার আলী (স্বতন্ত্র)। ৬ নং কুশি ইউপিতে চেয়ারম্যান পদে আলী আহমেদ মুছা (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান (বিএনপি), শাহ ইলিয়াছ (স্বতন্ত্র), মির্জা আলী আজম রায়হান (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী আব্দুল মুকিত (স্বতন্ত্র) এবং আব্দুল বাছিত চৌধুরী (স্বতন্ত্র)। ওই ইউপিতে সংরক্ষিত ১২ ও সাধারণ আসনে ৪৭ জন মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৭নং করগাওঁ ইউপিতে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক নির্মলেন্দু দাশ রানা (আওয়ামীলীগ), এওর মিয়া তালুকদার (জাপা), বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন (বিএনপি) ও আবু সুফিয়ান (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। সংরক্ষিত ১২ ও সাধারণ আসনে ৪৮ জন মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন দাখির করেন। ৮নং নবীগঞ্জ সদর ইউপিতে মোট চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ৫ জন। এরমধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক জাবেদুল আলম চৌধুরী সাজু (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী (বিএনপি), আতাউর রহমান চৌধুরী (জাপা), আবু ইউছুপ (জাপা) ও মিরাজ মিয়া (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এ ইউপিতে জাপা’র দু’প্রার্থীরই কেন্দ্রীয় মহাসচিব স্বাক্ষরযুক্ত দলীয় মনোনয়ন পত্র সংযুক্ত করে দিয়েছেন। এখানে সংরক্ষিত আসনে ১৭ জন ও সাধারণ আসনে ৪৪ জন মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৯নং বাউশা ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন আবু সিদ্দীক (আওয়ামীলীগ) মজিদুর রহমান মজিদ (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আনোয়ারুর রহমান (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আব্দুল হাই’র সহধর্মীনি মোছাঃ ডেইজি সিদ্দীকা (স্বতন্ত্র) ও আব্দুর লতিফ চৌধুরী নানু (স্বতন্ত্র)। উক্ত ইউপিতে সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ আসনে ৩১ জন মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১০নং দেবপাড়া ইউপিতে ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (আওয়ামীলীগ), আজিজুল বারী আমীর (বিএনপি), বর্তমান চেয়ারম্যান মোঃ জাবিদ আলী (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ.ক.ম ফখরুল ইসলাম কালাম (স্বতন্ত্র), বিএনপি নেতা রজব আলী (স্বতন্ত্র), লন্ডন প্রবাসী বিএনপি নেতা আবুল হোসেন (স্বতন্ত্র), মোঃ উমর আলী (জাপা), মোঃ আনসার মিয়া চৌধুরী (স্বতন্ত্র)। সংরক্ষিত ৯ এবং সাধারণ আসেন ৪৯ জন মেম্বার প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ১১নং গজনাইপুর ইউপিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল (আওয়ামীলীগ), শাহ মোস্তাকিম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল খায়ের গোলাপ (স্বতন্ত্র), বিএনপি নেতা শফিউল আলম বজলু (স্বতন্ত্র), মোঃ আব্দুল আউয়াল (স্বতন্ত্র), শফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এখানে সংরক্ষিত ১১ জন ও সাধারণ আসেন ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২নং কালিয়ারভাঙ্গা ইউপিতে ইমদাদুল হক চৌধুরী (আওয়ামীলীগ), হাজী আজিজ আহমেদ (বিএনপি), বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (স্বতন্ত্র), এ কে এম ইলিয়াছ (স্বতন্ত্র), জাফর আহমেদ আলী (স্বতন্ত্র) এবং সাজ্জাদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র)। সংরক্ষিত ১৫ ও সাধারণ আসনে ৪১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ১৩নং পানিউন্দা ইউপিতে বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান (আওয়ামীলীগ), শেখ রুবেল (বিএনপি), লুৎফুর রহমান (জাপা), এডভোকেট আতাউর রহমান (স্বতন্ত্র), আব্দুর রহমান (স্বতন্ত্র), জাহিদ হাসান চৌধুরী (স্বতন্ত্র), মোঃ মহিবুল হাসান মামুন (স্বতন্ত্র) ও সোহেল আহমদ (স্বতন্ত্র)। এ ইউপিতে সংরক্ষিত ১১ জন এবং সাধারণ আসনে ৪০ মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com