শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নুরপুর এবং রাজিউড়া ইউনিয়নে বিদ্যুৎ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়ন বান্ধব সরকার। দেশ এবং জনগণের উন্নয়ন করাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। দেশের মানুষ আজ বিদ্যুতের জন্য রাস্তা অবরোধ করেনা। কল কারখানা বন্ধ থাকেনা। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরী হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে বিদ্যুতের আলো। কিন্তু দেশকে যারা এগিয়ে নিতে চায়না, যারা দেশের উন্নয়নকে এগিয়ে নিতে চায়না, যারা দেশকে ধবংসের দিকে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রতিটি গ্রামে গঞ্জে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশকে ধবংস করতে চায়, দেশের সম্পদ পুড়িয়ে, মানুষ পুড়িয়ে তারা ক্ষমতায় যেতে চায়, তাদের এইসব হীন মনোভাসনা কখনো পুরণ হবেনা। তিনি গতকাল সদর উপজেলার রাজিউরা এবং নুরপুর ইউনিয়নে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি রাজিউড়া ইউনিয়নের চরিপুর গ্রামে ২ কিলোমিটার এলাকায় প্রায় ২৭ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১৪০টি পরিবারের মধ্যে, বংগুরহাটি গ্রামে ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৬৫টি পরিবারের মধ্যে এবং নুরপুর ইউনিয়নের আলাপুর গ্রামে দেড় কিলোমিটার এলাকায় ১৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ১১৯টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুতের উদ্বোধন করেন। মোঃ আলাই মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোক্তার হোসেন, নুর ইসলাম সরদার, জামাল সর্দার, কামাল মিয়া, মালেক মিয়া, হাজী মোক্তার হোসেন, তৈয়ব আলী, জাকির হোসেন, হারুনুর রশিদ, ইছাক আলী সেবন, গিয়াস উদ্দিন, এমরান হোসেন, ফরিদ মিয়া, শফিক মিয়া, মাসুদ পারভেজ মাসুক, বারিক মিয়া, মারুফ মিয়া, সাহেব আলী, বায়েছ মিয়া, মুখলিছ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com