শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচংয়ে মিঠাপুরে রাস্তা নির্মাণের টাকা নিয়ে হরিলুট ফুঁসে উঠছে গ্রামবাসি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের চাউন্দাকান্দি থেকে মিঠাপুর গ্রাম পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই গ্রামের শত শত জনগন ফুসেঁ উঠে আত্মসাতকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ওই রাস্তার মাটি ভরাট কাজের জন্য কাবিখা প্রকল্পের ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই প্রকল্পের সভাপতি জগতবিন্দু দাশ ও সেক্রেটারী প্রবীন্দ্র চন্দ্র দাশ ৬ মেট্টিক টন টাউল উত্তোলন করে নামে মাত্র ৩৫ হাজার টাকার কাজ করে বাকী টাকা আত্মসাত করেন। সরজমিনে গিয়ে দেখা যায় ওই গ্রামের শত শত জনগন ও শিক্ষার্থীরা রাস্তায় নি¤œমানের কাজ হওয়ায় অতিকষ্টে পায়ে হেটে হবিগঞ্জ বানিয়াচংয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে। এছাড়া যেটুকু রাস্তা হয়েছে তাও আবার ১২ ফুট প্রস্থ এর স্থলে ৮ ফুট, আড়াই ফুট উচ্চতার স্থলে ১ ফুট করে নির্মাণ করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই কাদাঁ ও পানিতে তলিয়ে যায়। ওই রাস্তার মধ্যে সাকু না দেয়ার কথা থাকলেও অতিরিক্ত বিল উত্তোলন করতে তাদের মনগড়া মতে একটি সাকো তৈরি করা হয়েছে। গ্রামবাসি ওই সাকো দিয়ে চলাচল করতে অনেকেই পড়ে আহত হয়। গ্রামবাসি জানান, বানিয়াচং উপজেলার পিআইও কর্মকর্তা সরজমিনে গিয়ে দুর্নীতির সত্যতা পেয়ে তাদেরকে ১ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দেন। কিন্তু প্রায় মাস খানেক অতিবাহিত হলেও প্রতারকরা এর কোন সমাধান করেনি। পিআইও কর্মকর্তা রহস্যজনক কারণে নিরব হয়েছেন। তাকে বারবার বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না। গ্রামবাসি যে কোন সময় এ ব্যাপারে ফুঁসে উঠে কঠিন কর্মসূচি দিতে পারে। কোন ধরণের অনাকাঙ্গিত ঘটনা ঘটলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুশিয়ারী দেন এলাকাবাসী। এ ব্যাপারে পিআইও কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com