শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জ জেলায় ১ বছরে ৭শ কোটি টাকা ভ্যাট আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলায় দ্রুত শিল্পায়ন হচ্ছে। ফলে হবিগঞ্জ জেলা থেকে সরকারী রাজস্ব আহরণও বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ভ্যাট থেকেই গত বছর ৭শ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে সিলেট বিভাগে হবিগঞ্জ শীর্ষে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে জানানো হয়, হবিগঞ্জ জেলায় প্রতি মাসেই ২০ কোট টাকার মত ভ্যাট আদায় হয়। গত বছর হবিগঞ্জ অফিস আদায় করে ৩৪২ কোটি টাকা। বড় স্কেলের ভ্যাট দাতা হওয়ায় বিবিয়ানা গ্যাস ফিল্ড ও শাহজীবাজার গ্যাস ফিল্ড ঢাকায় ভ্যাট প্রদান করে। তাদেও প্রদত্ত অর্থ মিলে জেলা থেকে ৭শ কোটি টাকার মত ভ্যাট আদায় হয়েছে। হবিগঞ্জের প্রধান ভ্যাট দাতা কোম্পানী হল রশিদপুর গ্যাস ফিল্ড, স্টার সিরামিক, আরএকে পেইন্ট ও আরএকে মসফ্লাই। সেমিনারে বলা হয়, সকল ব্যবসায়ীরা যদি ভ্যাট প্রদানে আন্তরিক হন তাহলে সরকারের সক্ষমতা আরও বাড়বে।
আবগারী ও ভ্যাট বিভাগ হবিগঞ্জের সহকারী কমিশনার রবীন্দ্র কুমার সিংহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম-কমিশনার জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন, মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট রইছ মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজেয় বিক্রম দাশ শিবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com