শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তাগন ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র রুখতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার দুপুর ১২ টায় পৌরসভা মাঠ থেকে ২০ দলীয় জোটের এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে এক পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মাষ্টার, জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, জেলা জামাতের সেক্রেটারী মোঃ মোশাহিদ আলী,  জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াছমিন, জেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, মখলিছুর রহমান, শুকুর আলী, কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন টিটু, কুতুব উদ্দিন শামীম, জেলা জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, ছাত্র-শিবির জেলা সভাপতি ইমরান আহমেদ চৌধুুরী, জেলা ছাত্র মজলিশ সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়া, রতন আনছারী, সুহেল এ চৌধুরী, আব্দুল হামিদ, শেখ সোহাগ, কামরুল ইসলাম রিপন, মতিউর রহমান, মাওঃ ডাঃ আব্দুল্লাহিল কাফী, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, এডঃ গুলজার খান, সৈয়দ, রুহেব হোসেন, আবুল কালাম আজাদ, এডঃ মিজানুর রহমান খোকন, আবু সালেক, কামাল খান, শারফিন চৌধুরী রিয়াজ, এনামুল হক চৌধুরী, আক্তার শফিক চৌধুরী, হাবিবুর রহমান খান, আশরাফুল ইসলাম খান, শায়খুল ইসলাম, আব্দুল কাইয়ুম, অরজিৎ দাস, বিকাশ দাশ, ডাঃ ফয়েজ, কাউছার মেম্বার, ফেরদৌস আহমেদ, রহমত উল্লাহ, সৈয়দ মশিউর রহমান, মহিবুর রহমান শাওন, আলী হোসেন, আব্দুল আহাদ তুষার, সৈয়দ রুহুল আমিন জনি, সাজিদুর রহমান সাজিদ, রুবেল চৌধুরী, জিয়া উদ্দিন, আশিক, কালাম, মোর্শেদ প্রমূখ। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, “বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তার নাওয়া-খাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। সারাদেশে নির্বিচারে হত্যাকান্ড চালিয়ে সরকার এর দায়ভার ২০ দলীয় জোটের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এ ধরণের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রমাণ করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। সারাদেশে নেতা-কর্মীদের একের পর এক মামলা দিয়ে সরকার সকল কারাগারকে জনবসতিতে পরিণত করেছে।” নেতৃবৃন্দ অবিলম্বে হবিগঞ্জ জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও নিরক্ষেপ তত্ত্ববাধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com