শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সাতছড়ি উদ্যানে ভিলেজারদের নেতৃত্বে গাছ চুরি করতে গিয়ে হাতেনাতে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়িতে অবস্থিত জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়াশ্রমের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে। বন রক্ষার কাজে নিয়োজিত ভিলেজারের নেতৃত্বে সেখানে সক্রিয় হয়ে উঠেছে গাছ চোরেরা। প্রতিদিন অবাধে চুরি হচ্ছে মূল্যবান সেগুন, আগরসহ বিভিন প্রজাতির গাছ। গত মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৫টার দিকে চুরির উদ্দেশ্যে ৭টি সেগুন গাছ কেটে ফেলে চোরেরা। গোপন সংবাদের ভিত্তিতে গাছ কাটার খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) এর সদস্য হাবিলদার আশরাফ আলী, রমজান আলী, লুৎফুর আলমের নেতৃত্বে ৭/৮ জন ঘটনাস্থলে গিয়ে গাছ চোরদের আটক করেন। তাদের উপস্থিতি টের পেয়ে গাছ চুরির পাহারায় থাকা ভিলেজার মালেক ও মন্নর আলী পালিয়ে গেলেও নারায়ন, রাজেনসহ ১৬ জনকে আটক করা হয়। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে রামগঙ্গা ডিভিশনের নারায়ন ও রাজেন জানায়, ভিলেজার মালেক ও মন্নর আলী গাছ কাটানোর জন্য শ্রমিক হিসাবে আমাদের নিয়োজিত করে, এরা এ ব্যাপারে আগে কিছু জানত না। খোঁজ নিয়ে জানা যায়, সাতছড়ির ভিলেজার মালেক ও মন্নর আলী দীর্ঘদিন ধরে সাতছড়ি জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরির সাথে জড়িত। মূল্যবান গাছ পাচারের অর্থে ইতোমধ্যে ফুলে ফেঁপে উঠেছেন উক্ত ভিলেজাররা। তারা আশেপাশের বাগানগুলো থেকে শ্রমিক সংগ্রহ করে প্রতিদিন ভোর রাতে নির্বিঘেœ কাঁটছে মূল্যবান গাছগুলো। খবর পেয়ে বন বিট কর্মকর্তা এস.এম মাসুদুর রহমান ও অন্যান্য বনপ্রহরীরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হন। নিরীহ প্রকৃতির সাধারন শ্রমজীবি হওয়ায় এক পর্যায়ে বিট কর্মকর্তা এস.এম মাসুদুর রহমানের সুপারিশে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাঁটা ৭টি গাছের গোড়াসহ পূর্বে কাটা শতশত গাছের গোড়াও রয়েছে। কাটা গাছের ৪০টি টুকরা ও গাছ কাটার করাত এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বন প্রহরীরা। ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিলদার আশরাফ আলী বলেন, এভাবে প্রতিদিন চুরি হচ্ছে শতশত মূল্যবান গাছ। এর ফলে পরিবেশের ভারসাম্যহীনতার পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। রঘুনন্দন পাহাড়ী অঞ্চলের সাতছড়ি জাতীয় উদ্যানের গাছ কাটা ও চুরির ফলে বন্যপ্রাণী হারাচ্ছে তাদের অভয়াশ্রম। এ ব্যাপারে সিএমসি’র সদস্য লুৎফুর আলম ও রমজান আলীর সাথে কথা বলে জানা যায়, যে পর্যায়ে গাছ চুরি হচ্ছে এবং তা চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সাতছড়ি গাছশূন্য হয়ে পড়বে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com