শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বাল্লা সীমান্তে ১৫ বছরে ২৫ বাংলাদেশী খুন ॥ বিচার হয়নি একটিরও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ৪০৩ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে বিগত ১৫ বছরে শিশুসহ ২৫ বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। কোন কোন বাংলাদেশীকে সীমান্তরক্ষী বিএসএফ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। কেউ নিহত হয়েছেন ভারতীয় গ্রামবাসির পিটুনীতে। কাউকে পুড়িয়েও মারা হয়েছে। সীমান্ত আইন লঙ্গন, চুরিসহ নানা অভিযোগে এদেরকে হত্যা করা হয়। প্রচলিত আইনের প্রতি তোয়াক্কা না করে ভারতীয়রা প্রতিবছরই বাংলাদেশীকে হত্যা করলেও হতভাগ্য নিহত পরিবার পায়নি কোন বিচার। এমনকি স্বজনরা ওই সব নিহত ব্যক্তির অধিকাংশ মরদেহ ফেরত পায়নি। হতভাগ্য অনেকের ঠাঁই হয়েছে ভারতের মাটিতে বেওয়ারিশ হিসেবে। স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার পর কয়েকদিন সরব থাকলেও পরবর্তীতে এসব নৃশংস হত্যাকান্ড নিয়ে আর কোন কথা বলেন না। অথচ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব দুঃসহ স্মৃতি বয়ে বেড়ায় আজীবন।
সর্বশেষ গত ২৮ অক্টোবর বাল্লা সীমান্তের ১৯৬৩ নম্বর মেইন পিলার বরাবর ত্রিপুরা রাজ্যের বাছাইবাড়ী এলাকায় গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর পুত্র করম আলী (৩৫) ও চুনু মিয়ার পুত্র আকল মিয়া (১৯) কে ভারতীয় নাগরিকরা কুপিয়ে হত্যা করে মরদেহ সীমান্ত এলাকার একটি ধান ক্ষেতে ফেলে রাখে এবং ছমির হোসেনের পুত্র সুজন (২২) কে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে। সুজনের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার পর তাকে পুড়িয়ে হত্যা করে ভারতীয়রা। নিহত ওই ৩ ব্যক্তি ছিলেন গরু ব্যবসায়ী। ভারতীয় গরু ব্যবসায়ীরা তাদের হাতে বিক্রিত গরু সমজিয়ে দেয়ার পর পরই পূর্ব থেকে ওৎ পেতে থাকা ভারতীয় নাগরিকরা তাদেরকে আটক করে এবং বিএসএফ’র সামনে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে সিংগিছড়া বিএসএফ জোয়ানরা ৩ বাংলাদেশীর মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে খোয়াই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ৩ দিন পর ভারতীয় নাগরিকদের হাতে নিহত ওই ৩ বাংলাদেশীর মরদেহ রাতের আঁধারে কেদারাকোট সীমান্তের ১৯৬৬ নম্বর মেইন পিলার বরাবর হস্তান্তর করা হয় বিজিবি’র কাছে। একই বছরের ৫ এপ্রিল ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের কাছে গৌড়নগর গ্রামের বাসিন্দারা গাজীপুর ইউপির মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার আলী (৩৫), একই ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের ছিদ্দিক আলী (৫৫) ও উসমানপুর গ্রামের মফিজ উল্লার পুত্র উমর আলী (৩০)কে কুপিয়ে হত্যা করে। তারাও ছিলেন গরু ব্যবসায়ী। এদের মরদেহ রাতের আঁধারে ফেরত দেয়া হয় ২ দিন পর। ২০০৫ সালের ১৫ এপ্রিল টেকেরঘাট গ্রামের শামসু মিয়া (৩২) কে কাঁটা তারের বেড়ার নিকট থেকে ধরে নিয়ে হত্যা করে ভারতীয়রা। ২০০৬ সালের ২৫ আগষ্ট দুধপাতিল গ্রামের ইমান আলী ও মাসুক মিয়াকে ভারতীয়রা ধরে নিয়ে য়ায়। ইমান আলী কোন মতে ফেরত আসলেও মাসুকের খোঁজ এখনো পাওয়া যায়নি। একই বছর ১৬ অক্টোবর কেদারাকোট সীমান্তের নোম্যান্সল্যান্ড বরাবর চাষাবাদ করার সময় বিএসএফ ঝলাই মিয়া, আঃ রউপ ও উমর আলী নামের ৩ বাংলাদেশীকে গুলি করে হত্যা করে। ২০০৭ সালের ২৬ জানুয়ারী টেকেরঘাট গ্রামের আঃ কাদির (২৫)কে গুলি করে হত্যা করে বিএসএফ। একই বছর দুধপাতলি গ্রামের শিশু মরন মিয়া (১২)কে পিঠিয়ে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ২০১০ সালের ১৯ ফেব্র“য়ারী আলী নগর গ্রামের সুরুজ আলী (৪৫)কে খোয়াই শহরের দুর্গানগর এলাকার লোকজন হত্যা করে মরদেহ কাঁটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখে। এরই মাঝে অসংখ্য লোকজনকে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়ার ঘটনাও ঘটেছে। ২০০৪ সালের ৩ আগষ্ট কালেঙ্গা সীমান্ত থেকে কালেঙ্গা গ্রামের রেজাউল হকের পুত্র আলী হুসেন (১৬) ও ময়না মিয়ার পুত্র করিম (৩৪)কে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ ধরে নিয়ে যায় ভারতীয়রা। পরে ২ লাখ টাকা মুক্তিপণ রেখে তাদের ১ সপ্তাহ পর ছেড়ে দেয়া হয়। ভারতীয় নাগরিক ও বিএএসএফ’র হাতে নির্বিচারে সীমান্তবাসি খুন হলেও এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। অতি সম্প্রতি ভারতীয়দের হাতে নিহত সুজনের নব বিবাহিতা স্ত্রী আফিয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী আমাকে একা রেখে ঘর থেকে বের হয়ে যান। রাত তখন ৮ টা কি সাড়ে ৮টা হবে। যাবার সময় বলে যান, ‘ ভয় পেয়েওনা। কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে ফিরে আসবো। এরপর শুনলাম তাকে হত্যা করা হয়েছে এ বলেই তিনি মুর্চা যান। মাত্র ৬ দিন আগে সুজনের সাথে বিয়ে হয়েছিল আফিয়ার। এদিকে একই সময় গানের অনুষ্টানের কথা বলে বাড়ী থেকে বের হন আকল মিয়া। যাবার সময় স্ত্রী সুফিয়াকে বলেন ‘আসার সময় ছোট মনির জন্য দুধ নিয়ে আসবো। সেই যে গেলেন আর আসলেন না। সাহেনা ২ মাসের সন্তানকে বুকে নিয়ে বিলাপ করছিলেন। এমনিভাবে রাতের আধারে ঘর থেকে বের হন করম আলী। তার সংসারে রয়েছে রাসেল (৭) ও রাশেদা (৪) নামের দু’অবুঝ সন্তান। ওই সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ছফিনা। তারা এ হত্যাকান্ডের বিচার দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com