শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

শাহপুর বাজারে এমপি মজিদ খান যতদিন সাংসদ হিসেবে থাকব ততদিন আপনাদের জন্যে কাজ করে যাব

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর বাজারে গতকাল শুক্রবার বিকালে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে আফজল চৌধুরী ও হামিদুল ইসলাম সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান। তিনি বলেন, আমি ভাটি এলাকার সন্তান। মক্রমপুর ইউনিয়নের শাহপুরে আমি আপনাদের ভোট কম পাই কিন্তু আমি ভোট বিবেচনা না করে আমার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। যতদিন আমি আপনাদের এলাকার সাংসদ হিসেবে থাকব ততদিন ঐ এলাকায় আমার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ঐ বাজারে একাধিকবার এসেছি। কিন্তু বিগত বছরগুলোতে অনেকেই ঐ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাদের কর্মকান্ড ও আমার কর্মকান্ড আপনারা বিবেচনা করবেন। আমি আপনাদের এলাকায় কাজ করতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের এখানে স্থাপিত ইউনিয়ন পরিষদ অফিসটি দীর্ঘদিন ধরে অগোছালো অবস্থায় রয়েছে। এর জন্য আপনারা ঐ অফিসের সম্পূর্ন দলিলপত্র এবং কাগজাদি আমাকে দেন আমি আমার যথাসাধ্য ক্ষমতাবলে একটি ইউনিয়ন ভবন নির্মান করতে চাই। তিনি বলেন, হিয়ালা হতে শাহপুর বাজার পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই নাজুক, আপনারা তা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। ঐ এলাকার জনগন সহ আশে পাশের গ্রামগুলো থেকে শত শত লোক ঐ রাস্তা দিয়ে চলাফেরা করেন। আমি আগামী বছরে ঐ রাস্তাটির এক কিলোমিটার পাকাকরন করব। বাকি কাজগুলো পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সাবেক মেম্বার মিরাশ আলী, শাহপুর তরুন সংঘরে সাধারণ সম্পাদক নুর উদ্দিন, যুব নেতা এনামুল হক, যুব নেতা সালাহ উদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন, আব্দুল মন্নান চৌধুরী, আবিদ মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য শাহজাহান গণি, বর্তমান মেম্বার আতাউর রহমান চৌধুরী প্রমুখ। সভায় বর্তমান ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী আওয়ামীলীগে যোগদানের ঘোষণা দেন। সভায় ঐ গ্রামের শত শত লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com