শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উৎসব মুখর পরিবেশে বানিয়াচং বড়াবজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪৬১ ভোট পেয়ে টানা ৪র্থ বারের মত চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মতিউর রহমান খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ২৯৫ ভোট। ২৬৩ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে পূনরায় সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোঃ আঙ্গুর মিয়া। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আলী আকবর মোরগ প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট। গতকাল স্থানীয় বড়াবাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৭৭ জন ভোটারের মধ্যে ৭৬৫ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হরিণ প্রতীকে ৪০৪ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হান্নান এবং অপর সহসভাপতি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের কিটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন পেয়েছেন ২৫১ ভোট এবং রিক্সা প্রতীক নিয়ে নুরুল আমিন পেয়েছেন ২৭৯ ভোট। জয়েন্ট সেক্রেটারী পদে ইমরানুল হক মোমবাতি প্রতীকে ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম সাইফুল ইসলাম সেলিম আম প্রতীকে পেয়েছেন ২৮৬ ভোট। হাঁস প্রতীক নিয়ে ৩৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হেয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি কলস প্রতীক নিয়ে সাহিদুর রহমান পেয়েছেন ২৭০ ভোট। ক্রীড়া সাহিত্য ও দপ্তর সম্পাদক পদে ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মোঃ আলমগীর। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ডাঃ হাফিজ উদ্দিন গোলপ ফুল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট। প্রচার সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোঃ সামছুর রহমান কাপ প্লেইট প্রতীকে পেয়েছেন ২৫২ ভোট। স্বচ্ছার স্বার্থে বড়বাজার ব্যকস এর নির্বাচনে উপজেলা প্রশাসন কর্তৃক ব্যালট বক্স, প্রিজাইডিং ও পোলিং অফিসার নিযুক্ত করা হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বড়াবজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া। আইন শৃংখলার সার্বিক কাজে সহযোগিতা করেছেন বানিয়াচং থানা পুলিশের একটি প্রতিনিধি দল। এছাড়া নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com