স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পূর্ব ভাদৈ এলাকার অসহায় মোঃ ফিরোজ আলী নামে এক ব্যক্তির ভিটা দখলের চেষ্ঠা করছে ওই গ্রামের একটি প্রভাবশালী মহল। এমতাবস্থায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন দরিদ্র ফিরোজ আলী।
জানা যায়, পূর্ব ভাদৈ এলাকার আব্দুর গফুর নামে এক ব্যক্তি মোঃ ইউনুছ আলী, মোঃ ফিরোজ আলী ও হিরাজ আলী নামে ৩ পুত্র সন্তান ও রাজিয়া বেগম নামে ১ কন্যা সন্তান রেখে মারা যান। তার মধ্যে আব্দুর গফুর নিঃসন্তান অবস্থায় মারা যান আর ইউনুফ আলী নিরুদ্দেশ হয়ে যায়। জীবিকার তাগিদে মোঃ ফিরোজ আলী পিতার বসত ভিটা ছেড়ে বাহিরে অবস্থান করার সুযোগে ওই এলাকার একটি প্রভাবশালী মহলের নজর পড়ে ফিরোজ আলীর পিতার বসত ভিটায়। সম্প্রতি ফিরোজ আলী বাড়ীতে আসেন এবং তাঁর পিতার বসত ভিটায় একটি নতুন ঘর নির্মাণ করেন। কিন্তু ওই প্রভাবশালী মহলটি অসহায় ফিরোজ আলীর বাড়ীতে ফিরে আসা মেনে নিতে পারেনি। তারা ফিরোজ আলীকে ভিটা থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়।
এই ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ২ জুলাই ভোরে ঘুমন্ত ফিরোজ আলীর পরিবারের সদস্যদের উপর হামলা চালায় ওই প্রভাবশালী মহল। তারা ঘর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মুর্হুতের মধ্যেই দাঙ্গাবাজরা ফিরোজ আলীর বসতঘরটি মাটির সাথে মিশিয়ে দেয়। ভাংচুরের বাঁধা দিতে গিয়ে ফিরোজ আলীর পরিবারের ৬ সদস্যই আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় ফিরোজ আলীর স্ত্রী ফাতেমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আহত ফাতেমা বেগম জানান, ওই এলাকার খাইরুদ্দিন ও মোহাম্মদ আলীর লোকজন আমাদের বাড়ীঘর দখল করতে ঘুমন্ত অবস্থায় আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। আমরা নিরীহ মানুষ বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তারা আমাদের এখনও বিভিন্ন ধনের হুমকি দিচ্ছেন তাদের ভয়ে আমরা আইনের আশ্রয়ও নিতে পারছি না। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই দোষী ব্যক্তিদের বিচার দাবী করছি।