শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জে আলেম সমাজের সাথে এমপি আবু জাহির এর মতবিনিময় ॥ করোনা ভাইরাস মোকাবিলায় ইসলামিক ফাউন্ডেশনের বিধি-বিধান মেনে চলার সিদ্ধান্ত

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস মোকাবেলায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিধি-বিধান মেনে চলার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন আলেম সমাজ। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলার আলিয়া এবং কওমীর সিনিয়র আলেম এবং ইমামগণের মধ্যকার এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এমপি আবু জাহির করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক বক্তৃতা করেন এবং দেশবাসীর স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান উপস্থিত সকলকে। এ সময় উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তোরণের স্বার্থে ইসলামিক ফাউন্ডেশনের বিধি-বিধান মেনে সবাই কার্যকর ভূমিকা পালন করতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের নিয়মের মধ্যে রয়েছে পাঁচওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদকে জীবানুনাশক দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন, জামাত সংক্ষিপ্ত করা, জুম্মার বয়ান, খুতবা ও দোয়া সংক্ষিপ্ত করা, বর্তমান সংকটকালে দরসে হাদীস, তাফসির ও তা’লীম স্থগিত করা রাখা, ওযু খানায় অবশ্যই সাবানও পর্যাপ্ত টিস্যু রাখা, বর্তমান পরিস্থিতিতে জামাতের কাতারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো, ইশরাক, তিলাওয়াত, যিকির ও অন্যান্য আমল ঘরে করা, মসজিদে যদি কোন বিদেশী মোহমান অবস্থান করেন তাহলে বিস্তারিত বিশ্লেষন করে সত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা ইত্যাদি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাসছুল হক মুসা, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, নূর আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এটিএম নূর উদ্দিন যাংগী, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা, হবিগঞ্জ দারুছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, অধ্যক্ষ গোলাম সারোয়ার, মোঃ আশরাফুল ওয়াদুদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মোঃ সাইফুল মোস্তফা, মাওলানা আইয়ুব আলী, মাওলানা মোঃ আব্দুল মোছাব্বির, মাওলানা মোঃ নাছির উদ্দিন, মাওলানা হাফেজ মোঃ এমদাদুর রহমান, মুফতি মোঃ মাশরুর, মাওলানা মোঃ মহিবুর রহমান, মাওলানা মোঃ আবু তৈয়ব মোজাহিদী, মাওলানা জয়নাল আবেদীন ফারুক, মাওলানা মোঃ আব্দুল মোছাব্বির, মুফতি আলমগীর হোসাইন সাইফী, মাওলানা মোঃ নাছির উদ্দিন আখঞ্জী, মাওলানা সৈয়দ আজহার আহমদ, মাওলানা সামছুল হক, মুফতি মুজিবুর রহমান, আব্দুল মালিক কাদেরী, হাফেজ মোছাব্বির, মাওলানা মোঃ শাহ আলম, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা তাফাজ্জুল ইসলাম, মাওলানা আলী আহমদ ইউসুফী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com