বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

মাধবপুরে এডভোকেটের বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে
মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে এডভোকেটের বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটেছে। ভাকাতরা  অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ন লংকার, মোবাইল ফোন সহ প্রায় ১০ লাখ টাকার মালা মাল লুট করে  নিয়ে  গেছে।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার  ঘিলাতলী গ্রামের পশ্চিম পাড়ায এঘটানা ঘটে।
খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহকর্তা এডভোকেট  শাহ নূর আলম খান ফয়সাল জানান, ওই  রাত আড়াইটার দিকে একদল ডাকাত ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে পরে। প্রথমে  ডাকাতরা তার মায়ের রুমে যায়। সেখান থেকে   মাকে জিম্মি করে ফয়সালের রুমে এসে ঘুম থেকে তুলে অস্রের মুখে জিম্মি করে  টাংকের চাবি নিয়ে নেয়।
পরে লেফ দিয়ে তার মুখ ডেকে দেয়। ডাকাত দল আধাঘন্টা ব্যাপী  ঘরে তান্ডব চালিয়ে নগদ প্রায় দেড় লাখ টাকা, ১০ভরি স্বর্ন, মোবাইল সেট সহ ১০ লাখ টাকার মালা মাল লুটে নিয়ে যায়। ডাকাত দল ঘরে রক্ষিত কাগজ পএ ও মালামাল তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে  মেজে পেলে দেয়।  ফয়সাল জানান তার বড় ভাই আনোয়ারুল আলম খান সোহেল সুনামগঞ্জ  জেলা পুলিশে কর্মরত।
খবর পেয়ে সকালে স্হানীয় ইউ পি চেয়ারম্যান ফারুক পাঠান ঘটনাস্হল গিয়ে দুঃখ প্রকাশ করে   ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের  দাবি জানান। তিনি এলাকায় পাহারার  ব্যবস্হা  করতে পরামর্শ দেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই মনতলা তদন্ত কেন্দ্রের একটি টহল দল দ্রুত ঘটনাস্হলে যায়।
 ঘরের দরজা গুলো অক্ষত রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com