বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ওসি সহ আহত শতাধিক মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন আজমিরীগঞ্জের আ’লীগ নেতা আমজাদ তালুকদার সেনাবাহিনীর হাতে গ্রেফতার সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ সাংবাদিক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হবিগঞ্জে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার শহরের রাজনগর এলাকায় মি. বার্গারে সেনাবাহিনীর অভিযান

নবীগঞ্জের দিনারপুর কলেজে সুধি সমাবেশে শিক্ষামন্ত্রী ॥ সরকার ডিগ্রীধারী ও সনদধারী বেকার সৃষ্টি করতে চায়না

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ আজ শিক্ষায়, খাদ্যে অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন-কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকবেন না। নোট ও গাইড বই কেনার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ না করার আহ্বান জানান মন্ত্রী। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন-জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেন না। শিক্ষার্থীরা তার যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে। একাত্তরের পরাজিত শক্তি বিএনপি জামাত জোট সরকার, যারা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল,যারা আন্দোলনের নামে জ্বালাও পুড়াও অগ্নিকান্ড করেছিল তারা ক্ষমতায় এসে এদেশের চলমান শিক্ষা স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিতে উন্নয়ন পিছিয়ে দিয়েছিল। যারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা পিছিয়ে দিয়েছিল তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।
বর্তমান সরকারের পরিকল্পনা প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া। আওয়ামীলীগ সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বর্তমান সরকার ডিগ্রীধারী ও সনদধারী বেকার সৃষ্টি করতে চায় না। রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দিনারপুর কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডঃ আবুল ফজল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল। কলেজের ইংরেজি প্রভাষক মোশারফ আলী মিঠুর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম, গীতাপাঠ করেন প্রভাষক দোলন দেব চৌধুরী। মানপত্র পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেরুন নেছা নাহা। এর আগে মন্ত্রী দিনারপুর কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com