শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড ॥ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট থানার ওসি, সহকারী পরিচালক মাদকদ্রব্যকে লিখিত ব্যাখ্যা দেয়ার আদেশ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীকে কারাদন্ড দেয়ার কারণে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাদিম হোসেন, চুনারুঘাট থানার ওসি ও সহকারী পরিচালক মাদকদ্রব্য অধিদপ্তর এবং পরিদর্শক মাদক অধিদপ্তরকে ৩ দিনের ভিতরে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য হবিগঞ্জে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান আদেশ প্রদান করেন। গতকাল ২৮ জানুয়ারী বিবিধ মামলা নং ১/২০ এর আদেশে এসব বিষয় উল্লেখ করেন। আদেশের অনুলিপিতে উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল চুনারুঘাট এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র সোহেল মিয়া ওরফে রনি (২২), নুর মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মাসুক মিয়া (১৮) এবং কাটাগিলা গ্রামের আন্দা মিয়ার পুত্র আজিজুল হক (২৭) কে ইয়াবা সেবন ও রাখার অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এ সংবাদ স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি অত্র আদালতের স্টেনো স্টাইপিষ্ট মোঃ আল-আমিন হোসেনের নজরে আসে। বিজ্ঞ আদালত এই আদেশে আরো উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৯ (১) ধারায় বর্ণিত আছে ‘‘মহাপরিচালক অথবা নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার অথবা কোন পুলিশ অফিসার ব্যতিত অন্য কোন অফিসার কোন ব্যক্তিকে গ্রেফতার করিলে অথবা কোন বস্তু আটক করিলে তিনি অতিবিলম্বে গ্রেফতারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার হিসেবে ক্ষমতাপ্রাপ্ত নিকটস্থ কোন অফিসারের নিকট প্রেরণ করিবে। কিন্তু সংবাদদৃষ্টে উক্ত ব্যক্তিদেরকে থানায় হাজির করা হয়েছে মর্মে প্রতীয়মান হয় না। এছাড়া সংবাদদৃষ্টে দেখা যায় যে, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনিত অভিযোগটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) উক্ত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন মেয়াদে দন্ড করলেও শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারার ১৬, ১৭, ২১, ২৫ ও ৩২ এবং উপ ধারা (৫) ও (৬) যে ক্ষেত্রে কারাদন্ডের সর্বোচ্চসীমা ২ বছর ও ধারা ৩৯ ও ৪২ এর উপ ধারা (১) ভ্রাম্যমান আদালত সন্নিবেশিত করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারার উক্ত ব্যক্তিদেরকে বিভিন্ন এলাকা থেকে ধৃত করে থানার ভারপ্রাপ্ত অফিসারকে অবগত না করে এবং তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে হাজির করে দন্ড প্রদান করার বিষয়টি সম্পূর্ণ আইন বহির্ভূত। উক্ত অপরাধ আমলে নেয়ার একমাত্র এখতিয়ার সংশ্লিষ্ট আমলী আদালতের। নিয়মঅনুযায়ী থানা এলাকায় সংঘটিত কোন আমলযোগ্য অথবা অআমলযোগ্য যে কোন অপরাধের ডায়রিভূক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। আমলযোগ্য অপরাধ হলে ডায়রিভূক্ত করে তদন্তের অনুমতি চাইতে হয়। কিন্তু উক্ত মাদকসেবীদেরকে ধৃত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করা হয়েছে কি না কিংবা থানায় হাজির করা হলে সংশ্লিষ্ট আমলী আদালতের গোচরে না এনে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট দন্ড প্রদান করা হয়েছে উক্ত বিষয়ে কেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে অবগত করানো হবে না তৎমর্মে আদেশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা ও ইন্সপেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কার্যালয়কে নির্দেশ প্রদান করা হল। ব্যর্থতায় আইনগত আদেশ প্রচার করা হবে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানি না, আমার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান করলে আমাকে জানানোর কথা। কিন্তু তারা আমাকে এ ব্যাপারে কিছুই জানান নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com