শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বাসযোগে সিরিজ ডাকাতি নবীগঞ্জে ভোর রাতে আরো ৪ ডাকাত আটক করেছে পুলিশ ॥ ১১ ডাকাতের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা ॥ সিলেট কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪০৮ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সোমবার রাতে অভিনব পদ্ধতিতে মহাসড়কে ডাকাতির সময় পুলিশ ও জনতার নিকট আটক ডাকাতদলের ১১ সদস্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হযেছে। এদিকে গতকাল আটক ডাকাতদের সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় জনতার সহায়তায় ৭ ডাকাত আটকের পর ওইরাতে বিশেষ অভিযান চালিয়ে আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে সিলেট ওসমানী নগর থানায় সোপর্দ করা হয়। ঘটনাস্থল হিসেবে আটক ডাকাতদের সেখানে স্থানান্তর হয়েছে মর্মে নিশ্চিত করেছে পুলিশ। ওসমানী নগর থানা পুলিশ আটক ডাকাতদের সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাসে যাত্রী উঠিয়ে ডাকাতি করাকালে জনৈক যাত্রীর আতংচিৎকারে ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজারস্থ রুস্তমপুর টোলপ্লাজায় পুলিশ ও টোল প্লাজায় নিয়োজিত নিরাপত্তা রক্ষীরা বাসটি আটক করে। ডাকাতরা নিকটবর্তী রোস্তমপুর গ্রাম দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করে। একই ঘটনায় রাত পৌনে তিনটায় মহাসড়কের আউশকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে আরো ৪ ডাকাতকে আটক করে পুলিশ। আটকৃতরা হলো-জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আবদুর রহমানের পুত্র ইব্রাহিম (২৪), রংপুর জেলার মিঠাপুর উপজেলার তাজুল হকের পুত্র লিটন মিয়া (২৩), রংপুর সদর উপজোর আনোয়ারুল হকের পুত্র মহিউদ্দিন (৩০), চাঁদপুর জেলার মতলব উপজেলার শরাফত আলীর পুত্র সাদ্দাম হোসেন (২৪), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আজিজুল হকের পুত্র ফারুক মিয়া (২৮), পিরোজপুর সদরের সেলিম খানের পুত্র রনি খাঁন (২৬), সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ বলদি গ্রামের সায়েদুল হককে (২৮), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা সরকার বাড়ীর বাছিত মিয়ার পুত্র কামাল হোসেন (২০), গাইবান্ধা জেলার নয়নী সাদেকপুর গ্রামের বকুল কাজীর পুত্র সজিব কাজী (২৫), নিলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটকাতার গ্রামের আবদুল হাসিমের পুত্র শাহিন আলম (২৯), বরিশাল জেলার গৌরনদী উপজেলার মোজাম্মেল বেপারীর পুত্র রাসেল (১৯)। এসময় উত্তেজিত জনতা ডাকাতদের উপর চড়াও হয়। খবর পেয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওসির নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে মহাসড়কের আউশকান্দি এলাকা থেকে রাত পৌনে তিনটায় ৪ ডাকাত আটক হয়। নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের উল্লেখিত স্থান থেকে আটক ১১ ডাকাতকে মূল ঘটনাস্থল সিলেট ওসমানী নগর থানায় সোপর্দ করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত আনন্দ পরিবহনের বাসটিও সেখানে প্রেরণ করা হয়েছে। অভিনব ডাকাতির ঘটনায় তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com