শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিঞ্জপ্তি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার ৫নং ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক যুবরাজ গোপের পরিচালনায় এতে প্রধান অথিতি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন রফু। ১ম যুগ্ম আহ্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, আহ্বায়ক কমিটির সিনিয়র নেতা মাষ্টার ইদ্রিছ মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ সাধু মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর সুন্দর আলী, ৪নং ওয়ার্ডের সভাপতি হিমাংসু সরকার ভজন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুল মতিন, ৪নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সাগর মিয়া, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ওয়াছির মিয়া চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু, সাবেক যুবদলের সহ-সভাপতি আক্তার উদ্দিন, যুবদলের যুগ্ম সম্পাদক স্বপন আহমেদ ডন, পৌর যুবদল নেতা আবুল খায়ের টিশা, নবীগঞ্জ কলেজের ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, পৌর ছাত্রদল নেতা সাবেল মিয়া, সাহেদ মিয়া, শেখ আলিফ উদ্দিন, মকসুদ আলী, জামান মিয়া, শফিক মিয়া, কাউন্সিলর রুকেয়া বেগম, আবিদুর রহমান, আব্দুল মতলিব, মনর উদ্দিন, আব্দুর রেজ্জাক, বাচ্চু মিয়া, ফুল মিয়া, আলাউদ্দিন, রমিজ আলী, আব্দুল মন্নান, আহাদ উল্লা, আব্দুস ছত্তার, ইসমাইল মিয়া (খোকন), আল-আমিন, রফি মিয়া, আব্দুল আলীম, সুফল মিয়া, হারুনুর রশিদ, মিজানুর রহমান, হাফিজুর রহমান, সাজু মিয়া, রাজু মিয়া, মিন্নত আলী, আনোয়ার মিয়া, টেকা মিয়া প্রমুখ। ৫নং ওয়ার্ড কমিটিতে লুৎফুর রহমান মাখনকে সভাপতি, রমিজ আলীকে সিনিয়র সহ-সভাপতি এ দুটি পদ বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আলহাজ্ব রুহুল আমিন রফু ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মাষ্টার আব্দুল মন্নান সহ ৭ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মহিবুর রহমান ছাতা প্রতীকে ১০৪ ভোট পান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল শহীদ আনারস প্রতীকে ৬১ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী প্রার্থী আরিফ মিয়া মোরগ প্রতীকে ১০২ ভোট পান, প্রতিদ্ধন্দ্বি প্রার্থী ইছমত আলী টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী প্রার্থী ইছমাইল মিয়া (খোকন) মাছ মার্কায় ১২১ ভোট পান, প্রতিদ্ধন্দ্বি প্রার্থী শাহজাহান মিয়া কলস মার্কায় ৩৭ ভোট পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com