বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জে কৃষকদের বীজ ও সার বিতরণে হয়রানীর অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০১৯
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে অনিয়ম ও হয়রানীর অভিযোগ উঠেছে। গত ২৪ এপ্রিল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ১৬শ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য শাহনেওয়াজ গাজী মিলাদ। পরবর্তীতে ১৩টি ইউনিয়নে সার বিতরণের সময়সীমা নির্ধারণ করে উপজেলা কৃষি অধিদপ্তর। বিভিন্ন ইউনিয়ন ও কৃষক সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও কৃষি অফিস থেকে প্রেরিত কৌটা ভিত্তিক তালিকা প্রণয়ন করে ইউনিয়ন পরিষদ। প্রত্যেক কৃষকের আইডি কার্ড ও দু’কপি ষ্টাম্প সাইজের ছবি সংযুক্ত করে উপজেলা কৃষি অফিসকে তালিকা দেয়া হয়। ইউনিয়ন পরিষদের দেয়া তথ্যের ভিত্তিতে কৃষকরা উপজেলা কৃষি অফিসে গেলেও তাদের মাঝে সার বীজ বিতরণ করা হয়নি। ধান কাটার মৌসুমে একাধিকবার উপজেলায় গিয়ে সার না পেয়ে দিনমুজুর অনেক কৃষক ক্ষোভ প্রকাশ করেন। কৃষক আলতা মিয়া বলেন, ১০ জনের গ্র“প তৈরী করে সার ও বীজ দেয়া হয়। গ্র“প না হলে কৃষককে ফিরে আসতে হয়। এভাবে সারাদিন কেটে যায়। কৃষক আব্দুল হক বলেন, ৫ কেজি বীজ আর ২৫ কেজি সারের জন্য দুই দিন উপজেলায় গিয়েও সার ও বীজ পাইনি। যে পরিমান সার ও বীজ সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে, তা আনতে গিয়ে দুই দিন সময় ব্যয় হলেও এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। ফলে অনুদানের চেয়ে মুজুরীর পরিমাণ বেশী হয়ে যাচ্ছে। এজন্য অনেক কৃষক অসময়ে এমন দুর্ভোগের ফলে সরকারের দেয়া প্রান্তিক সহায়তায় লাভবান হচ্ছেনা। এনিয়ে কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী বলেন, সময় মতো কৃষকরা না আসায় সমস্যা তৈরী হয়। নাম প্রকাশে অনিচ্ছুুক কৃষি অফিস সূত্র জানায়, কথিত গ্র“পের নামে (১০ জনের গ্র“প) কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ একটি অশুভ কৌশল। এনিয়ে দরিদ্র কৃষকের মাঝে অনীহার ভাব তৈরী করা হয়। এমন দুর্ভোগের ফলে অনেকেই আর অল্প মূল্যেও সার আর বীজের জন্য যেতে চায়না।
উল্লেখ্য, সরকারের ভর্তুকি প্রজেক্টের আওতায় প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে ২০১৮-১৯ অর্থবছরে মৌসুমী ৫ কেজি বীজ ও দু’প্রকারের ২৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com