বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

‘রিজওয়ানার পরিবার নিরাপদ নয় : ঘটনা পরিকল্পিত’

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৩৯৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ স্বামী আবুবকর সিদ্দিকের অপহরণের ঘটনা পরিকল্পিত বলে দাবী করলেন বে’লার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। তবে রিজওয়ানা তার স্বামীকে ফিরিয়ে পাওয়ার পরও তার পরিবারের কোন সদস্যই নিরাপদবোধ করছেন না জানিয়ে তিনি সরকারের কাছে পরিবারের নিরাপত্ত্বা বিধানের দাবী করেন। সেই সাথে যাতে আর কারো সাথে এমনটা করা না হয় সেজন্য সুষ্টু তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর সেন্ট্রালরোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় তার পাশে বসে গত বুধবার দুপুরে অপহরণের শিকার স্বামী আবু বকর সিদ্দিকও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রিজওয়ানা বলেন, যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তাদের কথাবার্তা থেকে এটা বুঝা যায় যে, তারা আবুবকরকে তারা চিনতো না। তারা তাকে জিজ্ঞেস ‘করেছে আপনি কে ভাই, আপনার জন্য মিডিয়ায় এত তোলপাড় হচ্ছে কেন’? তার সামনে টাকা পয়সার লেনদেনের বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তার পরিবার থেকে টাকা পয়সা দাবি করা হয় নাই বলেও জানান তিনি।
স্বামীর অনাকাঙ্খিত এ ঘটনাকে দেশবাসী নিজ পরিবারের সদস্যের অপহরণ বিবেচনায় নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার প্রতি রিজওয়ানা কৃতজ্ঞতা জানান। বলেন, ‘এতদিন অপহৃতের ঘটনা বিবেচনায় নিয়ে কথা বলেছি, আজ নিজের দিয়ে তা অনুভব করলাম।’
এ সময় এই পরিবেশ আইনবিদ বলেন, ‘অপহরণ চরম ঘৃণ্যকাজ। যারা করে, তারাও সমাজে ঘৃণ্য। আমরা কেউই এটি চাইতে পারি না, চাইব না। আমি চাই আমার স্বামীর ঘটনা দিয়ে এখানেই এ ধরনের ঘৃণ্য ঘটনার অবসান হোক। আর কারও সন্তান, স্বামী কিংবা ভাই যাতে অপহরণের শিকার না হয়, সরকারসহ সংশ্লিষ্ট সেদিকে নজর দিবেন।’
স্বামী অপহরণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি থেকে সমন্ত দেশবাসী যে উদ্বেগ জানিয়েছেন, তার জন্য তাদের প্রতি তিনি ও আবু বকরের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিষয়টি তদারক করেছেন। বিভিন্নজনকে নির্দেশনা দিয়েছেন। বেগম খালেদা জিয়া নিজে আমার সঙ্গে কথা বলেছেন। সবাই এটিকে নিজের পরিবারের ঘটনা ভেবে তৎপর হয়েছেন। আর এজন্যই আমি আজ সবার সামনে এই উৎফুল্ল চিত্তে বসতে পেরেছি। এটির কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, আমি সত্যিই আজ আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com