শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জের বিরল প্রতিভাধর প্রফেসর মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৮ এপ্রিল প্রফেসর মোহাম্মদ আলী স্যারের ১৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৩ সনের এই দিনে হবিগঞ্জ শহরস্থ নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। ১৯২৩ সনের ১ফেব্র“য়ারি বানিয়াচং যাত্রাপাশা মহলায় সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার দোয়া ও মিলাদ মাহফিল করবে। প্রফেসার মোহাম্মদ আলী ১৯৫০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। (পরীক্ষার দুটি পেপারে যে মার্ক পেয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে অন্য কেউ সে রেকর্ড মার্ক পাননি)। প্রজ্ঞা-পান্ডিত্য, জ্ঞান-গরিমা, অসাধারণ স্মৃতিধর জ্ঞানী হিসেবে সব মহলে ছিলেন সুপরিচিত। রসিক ও সদালাপী ব্যক্তি হিসেবেও তাঁর বিস্তর সুনাম ও খ্যাতি ছিল। তিনি আকর্ষণীয় হাতের লেখায় বহু পুরষ্কার লাভ করেছেন। বাংলা ও ইংরেজিতে দুহাতে এক সঙ্গে লিখে যেতে পারতেন। তাঁর উভয় হাতের লেখা ছিল একই রকম এবং একই মানের। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া নোয়াখালী চৌমোহনী কলেজ, রাজশাহী সরকারি কলেজ, সিলেট এমসি কলেজে অধ্যাপনা করেছেন। প্রসঙ্গত, মোহাম্মদ আলী প্রফেসরের একমাত্র ছোট ভাই মোহাম্মদ শওকত আলী সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক। এর আগে সরকারি পি.টি.আই-এর ইন্সক্ট্রাক্টর ছিলেন। মোহাম্মদ আলী প্রফেসরের দ্বিতীয় মেয়ে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্য (অবসর) কবি ও সাহিত্যিক জাহানারা খাতুন। তৃতীয় মেয়ে শাহনাজ পারভীন মৌলভীবাজার কলেজের অধ্যাপিকা। আরেক মেয়ে শামীমা পারভীন হবিগঞ্জ কোর্টে আইন পেশায় কর্মরত। মোহাম্মদ আলী প্রফেসরের ভাতিজি মুনিরা পারভিন ইমন লন্ডনে কলেজ অব ল’ এ্যান্ড বিজনেস এ মাস্টার্স শেষ করে সেই দেশের সমাজ কল্যাণ বিভাগে চাকরী করেন। পাশাপাশি লন্ডনের একটি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা। আবৃত্তির প্রশিক্ষক ও কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com