সোমবার, ২৬ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

হবিগঞ্জ শহরের শাহজালাল সিটি ডেভলপমেন্ট লিঃ কোম্পানীর চাঁদাবাজী ও লুটপাট মামলায় ॥ শওকত চৌধুরীসহ ২ পলাতক আসামীকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুরস্থ ‘শাহজালাল সিটি ডেভলপমেন্ট লিমিটেড’ কোম্পানীর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে চাঁদাবাজী ও ফিসারীর মাছ লুটপাটের মামলায় ৯ বছর পর আসামী শওকত মিয়াসহ ২ পলাতক আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুলতান প্রধানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তারা হল, গোসাইপুর এলাকার মৃত আস্কর আলীর পুত্র শওকত মিয়া (৫২) ও একই এলাকার মফিজ উল্লাহ’র পুত্র ফজল মিয়া ওরফে ফজইল্লা (৪৪)। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন জেলা আইনজীবি সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ নুরুল ইসলাম চৌধুরী। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট তাজ উদ্দিন সুফীসহ বেশ কয়েকজন আইনজীবি। শুনানী শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালে হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় প্রায় ১২ একর জমিতে আবাসন প্রকল্পের উন্নয়নমূলক কাজ শুরু করে ‘শাহজালাল সিটি ডেভলপমেন্ট লিমিটেড’। ওই প্রকল্পের মাটি ভরাট কাজ চলাকালে ২০০৯ সালের ৫ নভেম্বর উল্লেখিত আসামীরা বাধা প্রদানসহ শ্রমিকদের মারধর করে। শুধু তাই নয়, আসামীরা এক কোটি টাকা চাঁদাও দাবী করে। এছাড়াও পরবর্তীতে আবাসন প্রকল্প সংলগ্ন হবিগঞ্জ পৌরসভার ‘মাটিয়া দই বিল’ নামক স্থান এলাকায় ৫ একর জমির উপর স্থাপিত ওই কোম্পানীর মালিকানাধীন ফিশারি থেকে প্রায় কোটি টাকার মাছ জোরপূর্বক লুট করে নিয়ে যায় উল্লেখিত আসামীরা। এ ঘটনায় হবিগঞ্জ পৌরসভার গোসাইপুর (ইনাতাবাদ সংলগ্ন) এলাকার এস.এম আমিন উদ্দিনের পুত্র ‘শাহজালাল সিটি ডেভলপমেন্ট লিমিটেড’-এর প্রশাসনিক পরিচালক আশেক আহমেদ উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ৯ অক্টোবর ১৬ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে “পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন” (পিবিআই) এর পুলিশ পরিদর্শক শরীফ মোঃ রেজাউল করিম। অভিযুক্ত আসামীরা হল, হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার মৃত আসকর আলীর পুত্র শওকত মিয়া (৫২), মৃত ইনতাজ উল্লাহ’র পুত্র আব্দুল খালেক ওরফে বুইদ্দা মিয়া (৫৫), হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার মফিজ উল্লাহ’র পুত্র ফজল মিয়া ওরফে ফজইল্লা (৪৪), বাহুবল উপজেলার খাগাউড়া-পশ্চিমহাটি গ্রামের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত মোদাচ্ছির মিয়া ওরফে মোছাদ্দর চেয়ারম্যান এর পুত্র মুহিন মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার মৃত সোনাই মিয়ার পুত্র হিরাই মিয়া (৫৫), একই এলাকার মৃত রহিম উল্লাহ’র পুত্র শিরিষ আলী (৫৮), আব্দুল খালেকের পুত্র ফেরদৌস মিয়া (৩৪) ও তার ভাই আব্দুল কুদ্দুছ (৩৬) এবং বানিয়াচং উপজেলার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকার বাসিন্দা মৃত তালেবুর হোসেনের পুত্র সাবাজ চৌধুরী (৫৫)। দীর্ঘ ৯ বছর পর মামলার বাদী ন্যায় বিচার পেয়েছে বলে তার আইনজীবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com