প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা কমিটির ১ম সম্মেলন স্থানীয় আর.ডি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক বন্ধু মঙ্গল রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল হাকিমের সঞ্চালনায় সম্মেলনের উদ্ধোধন করেন জেলা সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মুরলী ধর দাস, জেলা উদীচী’র সভাপতি মনিরুল ইসলাম বারেক, কেন্দ্রীয় যুব ইউনিয়ন সদস্য পিনাক রঞ্জন দেবনাথ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক উজ্জল কুমার দে প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক প্রণব কুমার দেব, মাহাথির মোহাম্মদ, লুৎফুন্নাহার মিলি প্রমুখ। উদ্বোধনী সমাবেশ শেষে জেলা যুব ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল হাকিমকে সভাপতি ও মো. খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, শর্মী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনোজ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সামরিনা নওশীন দীনা, কোষাধ্যক্ষ মোঃ জাবেদ মিয়া, দপ্তর সম্পাদক শরিফা আক্তার কেয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল রাকিব, সমাজ কল্যান ও নারী বিষয়ক সম্পাদক নবনিতা দত্ত তিথি, সাংস্কৃতিক সম্পাদক এসএম ফুয়াদ হাসান, ক্রীড়্ াসম্পাদক ভৌমিক অটল, সদস্য বন্ধু মঙ্গল রায়, সদস্য মোঃ সুমন মিয়া প্রমুখ।