স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মোটর সাইকেল চুরি মামলায় আলমগীর (৩০) নামে এক চোরকে আটক করেছে সদর থানায় পুলিশ। গতকার শুক্রবার বিকালে সদর থানার এসআই এমএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আলমগীর বহুলা গ্রামের বাসিন্দা। গত ১০ নভেম্বর গভীর রাতে সোহেলের বাসার তালা ভেঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে এমদাদুল ইসলাম সোহেল জানান, এক সপ্তাহ অতিবাহিত হলেও তার চোরাই যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।