সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জের দিঘলবাক ইউনিয়নে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে লন্ডন প্রবাসী বাংলাদেশীরা। যুক্তরাজ্যে দিঘলবাক উন্নয়ন সংস্থা নামে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলে অর্থ সংগ্রহের মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার বিকেলে দিঘলবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের ১৮টি পরিবারের সেলাই মেশিন ও টিউবওয়েল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সংগঠনের কর্মকর্তারা জানান, শুধু টিউবওয়েল ও সেলাই মেশিনই নয়, ভবিষ্যতে তারা এলাকার অবহেলিত রাস্তাঘাট নির্মাণ, মসজিদ-মন্দির ও স্কুল প্রতিষ্ঠা করবেন। এছাড়াও এলাকার বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহন করেছে। তারা জানান যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশের মানুষের উন্নয়নে তারা এ প্রকল্প গ্রহণ করেছেন। দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালিক মিয়ার সভাপতিত্বে ও আবুল হাসনাত আবুলের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ইউপি সদস্য ফজলুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আজিজুল হক আজিজ চৌধুরী, হাজী খলিলুর রহমান খলিল, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, ইউপি সদস্য ফজলুল হক চৌধুরী, বিশিষ্ট মোরুব্বি শাহ বাহার আলী, সাংবাদিক শাহ সুলতান আহমদ, আবুল হাসনাত আবুল, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, ইউপি সদস্য ছাদিক মিয়া, আলহাজ্ব মজ্জিশ খান, ইউপি আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন প্রমুখ।
এতে প্রধান অতিথি ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে সভাপতি মঈন উদ্দিন খাঁন বলেন, দীঘলবাক ইউনিয়নের হতদরদ্রি লোকজনের পাশে থেকে কাজ করতে চাই। আলোচনা সভা শেষে ওই ইউনিয়নের হতদরিদ্র ৯জন মহিলাকে ৯টি সেলাই মেশিন ও ৯জন হতদরিদ্রকে টিবওয়েল বিতরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com