বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শিক্ষার্থীদের মাঝে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন থেকে ২৯০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং দুঃস্থ ও প্রতিভাবান শিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর ৮৭৭জন বৃত্তির জন্য আবেদন করেছিলেন। এর মাঝে স্কুল পর্যায়ে ৭৯জনকে ১ হাজার ৫শ টাকা করে, কলেজ পর্যায়ে ৯৫জনকে ২ হাজার ৫শ টাকা করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৯৫জনকে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ১১জন দরিদ্র প্রতিভাবান শিল্পীর মাঝে ৪ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
বৃত্তির চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগান চাকমা ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
প্রসঙ্গত, ২০০৮ সালে আলোর সন্ধানে ফাউন্ডেশন গঠন করা হয়। জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান থেকে ৭৭ লাখ টাকা এফডিআর করে এই ফাউন্ডেশন গঠন করা হয়। এর লভ্যাংশ থেকে প্রতি বছর বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ আলোর সন্ধান শিক্ষা ফাউন্ডেশনের সক্ষমতা বাড়িয়ে আরও বেশী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য জেলার বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান। বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে ফাউন্ডেশনের প্রাতিষ্টানিক সদস্য এবং ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে সাধারণ সদস্য হওয়ার আহবান জানান তিনি ।
তিনি বলেন, ভাল কাজের অংশীদার হতে চায় সবাই। ভাল কাজে সম্পৃক্ত হওয়া নিজের জন্য গৌরবের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com