বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

হবিগঞ্জ-৩ আসনে বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী ডাঃ আবদালকে হত্যা চেষ্টা ॥ এক দূর্বৃত্ত হাতে-নাতে ধৃত ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদালকে প্রাণে হত্যার চেষ্টা করেছে একদল দূর্বৃত্ত। এ ঘটনায় শাওন মিয়া নামে এক দূর্বৃত্তকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায়। এ ঘটনায় ডাঃ আবদাল বাদি হয়ে আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। এদিকে, মাত্র ৪ দিনের ব্যবধানে হবিগঞ্জ শহরে একজন জাতীয় সংসদ সদস্য ও আরেকজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে হত্যা চেষ্টার ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ২ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ডাঃ আবদাল পেশাগত দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত প্রয়োজনে শহরের রাজনগর এলাকায় যাচ্ছিলেন। রাজনগর জামে মসজিদ মার্কেট এলাকায় পৌছামাত্র হেলমেট পরিহিত মোটর সাইকেলধারী একদল দূর্বৃত্ত তাকে অনুসরণ করে। দূর্বৃত্তরা তখন তাকে হত্যার উদ্দ্যেশ্যে এগিয়ে আসলে তিনি শোর-চিৎকার শুরু করেন। এতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার ৩ দিন পর গত ৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকাস্থ ডাঃ আবদালের নিজ বাসভবনে একই দূর্বৃত্তরা তাকে হত্যার উদ্দ্যেশ্যে আবারও হামলা চালায়। এ সময় দূর্বৃত্তরা ধারালো দেশিয় অস্ত্র নিয়ে ডাঃ আবদালের ড্রয়িং রুমে প্রবেশ করে। ডাঃ আবদাল তখন শোর-চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে শাওন নামে এক দূর্বৃত্তকে হাতে-নাতে আটক করলেও ধারালো অস্ত্রধারী অন্যান্য দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ধৃত শাওনকে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে, এ ঘটনায় ডাঃ আবদাল বাদি হয়ে গতকাল রবিবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-১) আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ধৃত শাওন মিয়া (২৪) সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
পুলিশ জানায়, ধৃত শাওন মিয়া হবিগঞ্জ শহরের মোহনপুর আবাসিক এলাকার মৃত ছালাম মিয়ার পুত্র। মোহনপুর এলাকার একাধিক ব্যক্তি জানান, ধৃত শাওন এলাকায় নানা অপরাধ ও অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
এ বিষয়ে এ প্রতিবেদকের সাথে আলাপকালে ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকা অবস্থায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে-ময়দানে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার ধারণা, জনগনের মাঝে আমার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শ্বান্নিত হয়ে একটি কু-চক্রি মহল ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে প্রান নাশের চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর মঙ্গলবার প্রথম ও গত ৫ অক্টোবর শুক্রবার একই দূর্বৃত্তরা দ্বিতীয় দফা হামলা চালায়”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com