চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক- সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান লাতুরগাও গ্রামের মুহিবুল হোসেন হত্যার সাথে জড়িত খুনী নুর মেম্বারসহ সকল আসামীকে গ্রেফতারের দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মানববন্ধন করেছে। গতকাল শনিবার বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত মধ্যবাজারে এ মানববন্ধন পালন করে। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আঃ সামাদ, চুনারুঘাট বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছালাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম ভিপি মানিক, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আঃ সামাদ মাষ্টার, সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ব্যবসায়ী নাজমুল ইসলাম, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহাগ হোসেন, নিহত মহিবুলের ভাই আলী হায়দারসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঘটনার একমাস পরও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি। উল্টো এলাকায় আসামীরা মহিবুলের পরিবারকে নানাভাবে হত্যা এবং মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাবেক ছাত্রলীগ নেতা মহিবুলের খুনীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
উল্লেখ্য, গত ১৬ আগষ্ট মহিবুল হোসেনকে উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামে এলাকা চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী সাবেক মেম্বার আঃ নুরসহ একদল দুর্র্বৃত্ত জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে। এ নিয়ে মহিবুলের ভাই বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।