স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা গ্রামে জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে প্রবেশ করে ফরিদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে পিতাপুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার পুত্র।
সূত্র জানায়, একই গ্রামের আরজু মিয়ার সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় আরজু মিয়া তার পুত্র এলাছ মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে।