বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

ঈদুল আযহা উপলক্ষে কেনাকাটা করতে আসা মানুষের ভোগান্তি চরমে

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৪৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আর মাত্র ৩ দিন বাকী। উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে সাধ্যানুযায়ী কেনাকাটা করতে বিভিন্ন এলাকার লোকজন শহরে আসছেন। ফলে শহরে লোক সমাগম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এতে করে যানজটের মাত্রাও বেড়ে গেছে বহুলাংশে। যানজটের কবলে পড়ে শহরে কেনাকাটা করতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শহরে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করতে পারছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ভুক্তভোগী ও ব্যবসায়ীদের সাথে আলাপ হলে তারা জানান, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশানুরূপ উদ্যোগ নিচ্ছে বলে মনে হয়না। খোদ পৌর প্রশাসনও রয়েছে নিরব। মাঝে মধ্যে লোক দেখানোর অভিযান করলেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। শহরের রাস্তাগুলোর ফুটপাত দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা কেন্দ্র। এছাড়া শহরের রাস্তার যেকোন স্থানে দাড়িয়ে থাকে টমটম, সিএনজি, বাস ও রিক্সা।
শহরের নতুন বাজার এলাকায় ফুটপাতে দোকানের পাশাপাশি সিএনজি এবং সিলেট, মৌলভীবাজার ও শেরপুরগামী বাস ও ইমা গাড়ীর দখলে। উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানাসহ একাধিকবার সতর্ক করে দেয়ার পরও কোন কাজে আসছেনা। নবীগঞ্জ ওসমানী রোডস্থ থানা পয়েন্টের প্রবেশ মুখে টমটম ও রিক্সার দখলে রয়েছে। প্রতি মুহুর্তে যানজটের দীর্ঘ লাইন থাকার কারনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন মানুষের ভোগান্তির শেষ নেই। নতুন বাজার থেকে উপজেলা পরিষদে ৫ মিনিটের রাস্তায় সময় লাগছে প্রায় আধাঘণ্টা। শহরে মধ্য বাজারটিও রয়েছে কাচা বাজার ও ফুটপাতের দখলে। পৌর পরিষদ কোটি টাকা ব্যয় করে গ্রোথ সেন্টার নির্মাণের পর ১/১১ এর সময় কাচামালের ব্যবসায়ীরা গ্রোথ সেন্টারে গেলেও পরবর্তীতে গ্রোথ সেন্টার থেকে বের হয়ে আসে ওই ব্যবসায়ীরা। এক পর্যায়ে দখলমুক্ত মধ্যবাজারটি আবার চলে যায় কাচামাল ব্যবসায়ীদের দখলে। অসহনীয় যানজটের কারনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাজার ব্যবসায়ী সমিতিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনেকেই পৌর প্রশাসনকে এর জন্য দায়ী করছেন। তাদের মতে পৌরসভা আন্তরিক হলে শহরের যানজট মুক্ত করা অসম্ভবের কিছু নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com